Minto Park Shoot : মিন্টো পার্কে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

author img

By

Published : Sep 15, 2021, 10:35 AM IST

গ্রেফতার শ্যুটার

রবীন্দ্র সরোবরে গাড়ি ওভারটেক কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ তাতে আজ ভোরে গ্রেফতার আরও এক ৷

কলকাতা, 15 সেপ্টেম্বর : মিন্টো পার্কে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখার (ARS) গোয়েন্দারা । ধৃতের নাম বিশাল সরদার (22) । তার বাড়ি থেকে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে । এদিকে, গতকালই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

এই ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা (Murlidhar Sharma) জানান, শনিবার রবীন্দ্র সরোবর লেকের কাছে হাওড়ার ব্যবসায়ী পঞ্জক সিংয়ের গাড়ির সঙ্গে অভিযুক্ত রনিত গুপ্তের স্কুটির ধাক্কা লাগে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয় দু'পক্ষের মধ্যে । অভিযোগ, সেই সময় গাড়ি থেকে নেমে অভিযুক্ত রনিত গুপ্তকে চড় মারেন ওই ব্যবসায়ী । এরপরে স্থানীয় ক্লাবের সদস্যদের নিয়ে ব্যবসায়ীর গাড়ি ধাওয়া করে রনিত । মিন্টো পার্কের কাছে গাড়িটি দাঁড় করিয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয় । আর রনিতের স্কুটিরের পিছনে ছিল শ্যুটার বিশাল সরদার । এই ঘটনায় আরও এক অভিযুক্তের সন্ধানে রয়েছে পুলিশ ।

আরও পড়ুন : Delhi Police : দেশজুড়ে নাশকতাক ছক বানচাল দিল্লি পুলিশের, আটক 6; রয়েছে বাঙালি যোগ !

এই ঘটনায় গতকাল শরৎ বোস রোড থেকে অভিযুক্ত রনিত গুপ্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ৷ তার বাড়ি রবীন্দ্র সরোবর এলাকায় । তাকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ পায় গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.