ETV Bharat / state

KMC Stops Employees Salaries : 48 জন কর্মীর বেতন বন্ধ করল কলকাতা পৌরনিগম

author img

By

Published : Apr 4, 2022, 9:47 PM IST

Updated : Apr 5, 2022, 9:34 AM IST

KMC New Market News
48 জন কর্মীর বেতন বন্ধ করল কলকাতা পৌরনিগম

নিউ মার্কেট থেকে বিকল্প আবাসনে না সড়ায় 48 জন কর্মীর বেতন আটকাল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation stopped salaries of 48 employees) ৷ এসএসহগ মার্কেট বাজারকে সংস্কারের উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম । ইতিমধ্যে সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পৌরনিগমে ।

কলকাতা, 4 এপ্রিল : নিউ মার্কেট উপর থেকে সরে বিকল্প আবাসনে না যাওয়াতে 48 জন কর্মীর বেতন আটকাল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation stopped salaries of 48 employees) ৷ বেশ কয়েক মাস আগে ঐতিহ্যশালী এসএসহগ মার্কেট (নিউ মার্কেট) বাজারকে সংস্কারের উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম ।

ইংরেজ আমলের স্থাপত্য, তার নকশা অক্ষত রেখেই সংস্কার করা বেশ কঠিন । এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ দ্বারস্থ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে । ইতিমধ্যে সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পৌরনিগমে । আর এই রিপোর্ট অনুযায়ী প্রায় দেড়শ বছরের পুরনো এই ভবনে উপরের অংশের বাড়তি ভারের কারণে ঐতিহ্যবাহী স্থাপত্যের বেশ ক্ষতি হয়েছে । কলকাতা পৌরনিগমের বেশ কিছু শ্রমিকরা বসবাস করেন ওখানে ৷ যথেচ্ছভাবে ঘর তৈরি করেছেন । আর এর জেরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ঐতিহ্যশালী ভবনের উপরের অংশ ।

প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই কলকাতা পৌরনিগমের বাজার বিভাগ (New Market Bazar) সিদ্ধান্ত নিয়েছে পুরোদমে সংস্কার কাজ শুরু করার । যথেচ্ছভাবে তৈরি হওয়া শ্রমিকদের ঘর সেখান থেকে সরিয়ে দেওয়া হবে । তাদের অন্যত্র দক্ষিণ কলকাতায় বালিগঞ্জে একটি বিকল্প থাকার জায়গা করে দেয় । তবে সেখানে পরিবেশ পছন্দ না হওয়াতে কেউ উঠে যাননি । ফলে সংস্কার কাজ এগোতে পারছিল না কর্তৃপক্ষ ।

শেষমেষ আইনি পথে হেঁটে কর্মীদের নোটিশ ধরিয়েছিল পৌরনিগম । আগে থেকে না জানিয়ে গত মার্চের বেতন দেওয়া হয়নি । এই বিষয় নিয়ে এদিন কলকাতা পৌরনিগমে আসেন সেখানকার কর্মীরা । তাঁরা বলেন, বালিগঞ্জে যেখানে ফ্ল্যাট দেওয়া হচ্ছে সেখানে পরিবেশ খারাপ । আশপাশে ট্যানারি । পানীয় জলের তীব্র সমস্যা । কাজে আসতে সমস্যা হবে । আমাদের অন্য কোয়ার্টার দেওয়া হোক । আচমকা বেতন বন্ধ করতে খুব সমস্যার মুখে পড়েছেন তারা ।

বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি এ বিষয়ে জানিয়েছেন, "এই ঐতিহ্যশালী ভবন রক্ষায় আমরা বদ্ধপরিকর । কীভাবে এর সংস্কার কাজ হবে এই বিষয়ে সমীক্ষা করতে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে । তার প্রাথমিক রিপোর্টে এলেও এখনও জমা পড়েনি সম্পূর্ণ রিপোর্ট । সেই রিপোর্ট আসার পরেই সংস্কার কাজ পুরোদমে শুরু করবে কলকাতা পৌরনিগম । ওই শ্রমিকদের বিকল্প জায়গায় চলে যেতে হবে । আইন মেনেই পৌর কমিশনার নোটিশ করেছে । বেতন বন্ধ রেখেছেন । ওই জায়গা ছাড়তে হবেই ।"

উল্লেখ্য, স্বাধীনতার আগে 1874 সালে স্যার স্টুয়ার্ট হগ কলকাতায় তৈরি করেছিলেন হগ মার্কেট । যা এখন নিউমার্কেট নামেই বেশি পরিচিত । এই ঐতিহ্যবাহী ভবনে ছাদের উপর অস্থায়ীভাবে ঘর তৈরি করে বসবাস করেন পৌরনিগমের শ্রমিকরা । যার কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ঐতিহ্যবাহী এই বাজার শীঘ্রই দক্ষিণ কলকাতায় শ্রমিকদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হবে । নিউ মার্কেট ঐতিহ্যশালী ভবন হিসেবেই চিহ্নিত । তবে প্রায় দেড়শ বছরের পুরনো এই বিরাট ঐতিহ্যশালী বাজারের অবস্থা প্রায় জরাজীর্ণ । দীর্ঘ সময় ধরেই সংস্কার কাজ সেভাবে হয়নি । যতদিন গিয়েছে ততই জরাজীর্ণ চেহারা নিচ্ছে এই বাজার । প্রতি বছর ছাদের উপর পিচ চট দেওয়া বা টুকিটাকি মেরামতি করে কোনওমতে কাজ চালায় কলকাতা পৌরনিগম । পৌর কর্তৃপক্ষের তরফে সেভাবে এই ঐতিহ্যবাহী ভবন রক্ষায় বড়সড় কোনও পদক্ষেপ চোখে পড়েনি বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন : Mamata on Aliah Incident : একটু কটু কথা বলেছে, তার জন্য পুলিশ তো গ্রেফতার করেছে ; আলিয়া-কাণ্ডে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

Last Updated :Apr 5, 2022, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.