ETV Bharat / state

সম্পত্তি কর মূল্যায়নে এক জানালা পদ্ধতি চালু কলকাতা পৌরনিগমের

author img

By

Published : Sep 26, 2020, 10:46 PM IST

8335988888 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সরাসরি কলকাতা পৌরনিগমে সম্পত্তির মূল্যায়নের জন্য আবেদন জানানো যাবে ।

G

কলকাতা, 26 সেপ্টেম্বর : কলকাতা শহরে যেসব বাড়ি জমির ফ্ল্যাটের সম্পত্তির মূল্যায়ন এখনও হয়নি তাদের জন্য এক জানালা পদ্ধতি চালু করল কলকাতা পৌরনিগম । হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমি বা সম্পত্তির মূল্যায়ন করাতে পারবে তারা । 8335988888 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সরাসরি কলকাতা পৌরনিগমে সম্পত্তির মূল্যায়নের জন্য আবেদন জানানো যাবে । ওয়ান উইন্ডো সিস্টেম অর্থাৎ এক জানালা পদ্ধতি শুরু হলে উপকৃত হবে বহু নাগরিক ।

হোয়াটসঅ্যাপে আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির কাছে সম্পত্তি মূল্যায়নের জন্য ফর্ম পাঠিয়ে দেবে কলকাতা পৌরনিগম । যদি বড় আবাসন বা হাউজ়িং হয় সেই ক্ষেত্রে কলকাতা পৌরনিগম সেইখানে ক্যাম্প তৈরি করে সম্পত্তি অ্যাসেসমেন্ট করবে । যেহেতু ওয়ান উইন্ডো সিস্টেমে কাজ হবে তাই কাগজপত্র সহ যাবতীয় তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহককে পাঠিয়ে দেবে পৌরনিগম । আজ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, "সম্পত্তির মূল্যায়নের জন্য এক জানালা পদ্ধতি চালু করা হল । কলকাতা শহরের যেকোনও বাসিন্দা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমি বাড়ি ফ্ল্যাট মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবেন । পৌর কমিশনার বিনোদ কুমার তত্ত্বাবধানে এই নতুন পদ্ধতিতে কাজ হবে ।" এবার এই পদ্ধতির মাধ্যমে সহজে সবরকম সম্পত্তির মূল্যায়ন করা যাবে । এই ব্যবস্থাপনা চালু হলে এক থেকে দেড় বছরের মধ্যে শহরের সমস্ত সম্পত্তির মূল্যায়ন হয়ে যাবে । জানিয়েছেন তিনি ।

ওয়ান উইন্ডো সিস্টেম চালু হওয়ার ফলে আবেদনকারী ব্যক্তি সহজেই জানতে পারবেন তাঁর বাড়ি জমি বা ফ্লাটের কী সমস্যা রয়েছে মূল্যায়নের ক্ষেত্রে । কলকাতা পৌরনিগমের খাতায় জমি কী হিসাবে নথিভুক্ত রয়েছে সেই তথ্য জানা যাবে । এবং সমস্যার সমাধানের জন্য কি করতে হবে তাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।

পাশাপাশি এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন, কলকাতায় যারা ঠিকা ল্যান্ডে বসবাস করছে তাদের নিজেদের মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে রাজ্য সরকার । কলকাতা এমন অনেক ঠিকা জমি আছে যেখানে রাজ্য সরকার বাড়ি তৈরি করে দিয়েছে । সরকারের টাকা দিয়েই গরিবের জন্য বাড়ি তৈরি করছে রাজ্য সরকার । 385 স্কোয়ার ফিটের ফ্ল্যাট তৈরি করে তুলে দেওয়া হচ্ছে গরিব মানুষের হাতে । সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, যখন মানুষ নিজেদের বাড়ির জমির বৈধ অধিকার চাইতে যাচ্ছে সেখানে তাদের সঙ্গে দুর্ব্যবহার অভিযোগ করা হচ্ছে । বহু অভিযোগ ইতিমধ্যেই এসে পৌঁছেছে পৌর মন্ত্রীর কাছে । এই বিষয়ে তিনি পৌরভবনে ঠিকা ভাড়াটিয়াদের অধিকার পাইয়ে দিতে আলাদা একটি সেল তৈরি করেছেন ।

পৌরমন্ত্রী জানিয়েছেন, ঠিকা ভাড়াটিয়াদের জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নতুন আইন চালু করেছে । ঠিকা টেনেটদের আবেদন করার 15 দিনের মধ্যেই পৌরনিগমের দপ্তরে জমা করে দেবে । কোনওরকম আইনি জটিলতা না থাকলে পৌরনিগম ঠিকা জমিতে বাড়ি তৈরি করার অনুমতি দিয়ে দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.