ETV Bharat / state

KMC on Dengue: ডেঙ্গু নিয়ে কড়া পৌরনিগম, তিন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা করবেন ফিরহাদরা

author img

By

Published : Jul 27, 2023, 10:39 AM IST

Updated : Jul 27, 2023, 11:09 AM IST

ETV Bharat
ডেঙ্গি রোধে বৈঠকে ফিরহাদ

বিভিন্ন সংস্থার পড়ে থাকা জমি-জায়গা বা অসম্পূর্ণ নির্মাণে দিনের পর দিন জল জমে মশার বংশবৃদ্ধি হচ্ছে ৷ বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও হোলদোল না থাকায় তিন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা করতে চলেছে কলকাতা পৌরনিগম ৷

ডেঙ্গি মোকাবিলায় কড়া পদক্ষেপ পৌরনিগমের

কলকাতা, 27 জুলাই: ডেঙ্গি নিয়ে পৌরনিগমের বৈঠকে কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা প্রসঙ্গে সরব একাধিক বরো চেয়ারম্যান । বুধবারের এই বৈঠকে প্রায় প্রত্যেক বরো চেয়ারম্যানেরই অভিযোগ ছিল, বারবার বলা ও নোটিশ দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলি ডেঙ্গি রুখতে কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি । এই অভিযোগের প্রেক্ষিতেই তিন কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে মিউনসিপ্যাল কোর্টে কেস করতে চলেছে কলকাতা পৌরনিগম । বুধবার এমনটা স্পষ্ট করেন মেয়র ফিরহাদ হাকিম ।

বর্ষা আসতেই শহরে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি । ইতিমধ্যেই কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বছর দশেকের এক বালিকার । এরপর বুধবার জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন মেয়র ফিরহাদ হাকিম । এই বৈঠকে উপস্থিত ছিলেন বরো চেয়ারম্যানরাও । সেখানেই আলোচনায় উঠে আসে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থার গা-ছাড়া মনোভাবের কথা ।
জাতীয় গ্রন্থাগার, কোল ইন্ডিয়া ও সেন্ট্রাল পিডব্লিউডি-র বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । কারণ এই সমস্ত সংস্থাকে বারবার ডেঙ্গি রোধে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ডেঙ্গির মোকাবিলা করতে কোনও ব্যবস্থা নেয়নি ৷ তাদের ক্যাম্পাসে দিনের পর দিন জল জমছে ৷ তার ফলে মশার দাপট বাড়ছে ৷

এদিকে, ডেঙ্গি রোধে কোনও প্রভাবশালীকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট করেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষও। বেশ কিছু রাজ্য সরকারি অফিসেও বেনিয়মের অভিযোগ উঠেছে। সেই সমস্ত সংস্থাকেও নোটিশ করা হয়েছে বলে তিনি জানান। তাঁর দাবি, ডেঙ্গির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনও রাজনৈতিক বিষয়কে পৌরনিগম বাধা হিসেবে দেখছে না।

এদিনের বৈঠকে 10 নম্বর বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস, 3 নম্বর বরো চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত এবং 9 নম্বর বরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন। রেল এবং সেনা বাহিনীর জায়গায় যথেচ্ছভাবে নোংরা হয়ে পড়ে আছে বলে অভিযোগ করেন 10 নম্বর বরো চেয়ারম্যান । একইভাবে, 3 নম্বর বরো চেয়ারম্যানের অভিযোগ, তাঁর এলাকায় অবস্থিত কোল ইন্ডিয়া। তাদের বহু পুরনো গাড়ি এদিক-সেদিক পড়ে থাকে । সেখানে জমে থাকা জল থেকে মশার উৎপাত হচ্ছে । বারবার বলার পরও কোনও পদক্ষেপ করেনি কোল ইন্ডিয়া । অন্যদিকে, জাতীয় গ্রন্থাগারের পরিচ্ছন্নতা প্রসঙ্গে বেনিয়ম নিয়ে প্রশ্ন তোলেন 9 নম্বর বরো চেয়ারম্যান । তাঁর দাবি, পৌরনিগমের পাঠানো নোটিসেরও তোয়াক্কা করেনি গ্রন্থাগার কর্তৃপক্ষও ।

আরও পড়ুন : ডেঙ্গি নিয়ে স্বাস্থ্যভবনে বৈঠকের পর হাসপাতালগুলিতে ফিভার ক্লিনিক চালুর নির্দেশ

Last Updated :Jul 27, 2023, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.