ETV Bharat / state

রাজীব কুমার মামলা এগিয়ে আনার আবেদন খারিজ হাইকোর্টের

author img

By

Published : Jun 18, 2019, 6:29 PM IST

a

CBI-এর দাবি খারিজ করে হাইকোর্ট জানায় শুনানি হবে পূর্ব নির্ধারিত দিনেই ।

কলকাতা, 18 জুন : রাজীব কুমার মামলা এগিয়ে আনার জন্য CBI-এর আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি শিবকান্ত প্রসাদের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দেয়, শুনানি হবে পূর্ব নির্ধারিত দিনেই । অর্থাৎ 2 জুলাই ।

আজ সকালে CBI-এর তরফে আইনজীবী ওয়াই জেড দস্তুর বিচারপতি শিবকান্ত প্রসাদের সিঙ্গল বেঞ্চে জানান, তদন্তে গতি আনা প্রয়োজন । তাই রাজীব কুমার মামলার শুনানি দ্রুত শেষ করে এই মামলার নিষ্পত্তি করা দরকার ।

অন্যদিকে রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি বলেন, "12 জুন বিচারপতি আশা অরোরার বেঞ্চ CBI এবং আমাদের মতের উপর ভিত্তি করে 2 জুলাই শুনানির দিন ধার্য করে । তাহলে এখন আবার কেন শুনানির দিন এগিয়ে আনার আর্জি ?" এরপরই বিচারপতি শিবকান্ত প্রসাদের সিঙ্গল বেঞ্চ CBI-এর আর্জি খারিজ করে দেয় ।

৩০ মে হাইকোর্ট জানায়, আগামী একমাস অথবা পরবর্তী নির্দেশ না পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না CBI । তবে সারদা চিটফান্ড মামলার তদন্তে CBI-এর সাথে রাজীব কুমারকে পূর্ণ সহযোগিতা করতে হবে । হাইকোর্ট আরও জানায়, এরমধ্যে তিনি বিদেশে যেতে পারবেন না । পাসপোর্ট CBI-এর কাছে জমা রাখতে হবে । কলকাতায় একটি স্থায়ী ঠিকানায় থাকতে হবে । সেই ঠিকানা তাদের জানাতে হবে । CBI-এর কোনও অফিসার প্রতিদিন বিকেলে তাঁর বাড়িতে গিয়ে হাজিরা নিয়ে আসবেন ।

কেশপুরে হেরেও ঘাটাল লোকসভা নির্বাচনে নিজেদের নৈতিক জয় বলে দাবি করলেন জঙ্গলকন্যা ভারতী ঘোষ পাশাপাশি তার ভাইরাল হওয়া অডিও ক্লিপ নিয়ে তিনি বললেন ওই অডিও তার না l বলা যায় যে 2019 এর লোকসভা নির্বাচনে এবারে মেদিনীপুরের দুটি লোকসভা সিট এর মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছিলেন একসময়ের আই পি এস অফিসার দোর্দণ্ড প্রতাপ অফিসার ভারতী ঘোষ l পুলিশ অফিসার থাকাকালীন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মা বলে সম্বোধন করেছিলেন , পরবর্তীকালে মা ও মেয়ের সম্পর্কের তিক্ততার জেরে চাকরি ছাড়তে হয় তাকে l এরপর তিনি বছর দুয়েক লুকিয়ে থাকার পর অবশেষে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিল্লি থেকে এবং তার উপর ভরসা করে বিজেপি নেতৃত্ব তাকে জঙ্গলমহলের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী করে l প্রার্থী হওয়ার পর থেকেই ভারতী ঘোষ প্রচার শুরু করে , মাটি কামড়ে পড়ে ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা অঞ্চলে l এই বিধানসভা গুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কেশপুর বিধানসভা l কারণ রাজনৈতিক মহলের ধারণা কেশপুর যে দলই নিজেদের কর্তৃত্ব কায়েম করতে পারবে সেই দল লোকসভা নির্বাচনে জয়ী হবে l সেই মোতাবিক তৃণমূল ও বিজেপি নেমে পড়েছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে l এই ভারতী ঘোষ কে থামানোর জন্য তৃণমূল ছলে-বলে-কৌশলে সিআইডি কে লেলিয়ে দিয়েছিল তার প্রচারে বাধা দেওয়ার জন্য l প্রচারের ক্ষেত্রে নানা অসুবিধা সৃষ্টি করার পর যখন তাকে আটকানো যায়নি তারপরও ভোটের দিন তাকে আটকানো শত চেষ্টা করেছিল শাসক দল তৃণমূল কিন্তু ভোটের দিন ভারতী ঘোষ তৃণমূলের ছলে-বলে-কৌশলে উড়িয়ে দিয়ে এক প্রকার মিডিয়ার ফোকাস সারাদিনব্যাপী নিজের উপর রাখলেন , লোকসভা ভোটের 12 ই মে l এরপর 23 শে মে ভোট গণনার সময় সকলেই ভেবেছিলেন ভারতী ঘোষ হেরে যাবেন লাখ 4 চারেক ভোটে কিন্তু অভাবনীয় সাফল্য পায় বিজেপি l এই ঘাটাল লোকসভা কেন্দ্রের চিত্র অভিনেতা তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে লড়ে ভারতী ঘোষ দেবের কাছে পরাজিত হন এক লক্ষ সাত হাজার ভোটের ব্যাবধানে , আর হারার খবরের আভাস পাওয়া মাত্র তিনি গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান l পরবর্তীকালে তিনি জনসমক্ষে খুব একটা না এসে নিজেকে গুটিয়ে রাখে বললে বলা যায় l এরপর আজ পুনরায় তিনি কেশপুরের সেই চড়কা গ্রামে এলেন নিজেদের কর্মীদের সাথে জনসংযোগ করতে l বলা যায় এরপর জল অনেক দূর গড়িয়েছে l কেশপুরের মতন শক্ত ঘাঁটি তৃণমূল নিজেদের কর্তৃত্ব কায়েম করতে না পেরে সেখানে পদ্মফুলেই মানুষ ভরসা রাখতে চলেছে , রাতারাতি জোড়া ফুলের পার্টি অফিস পদ্মফুলে পরিণত হয়েছে l তাই কর্মীদের চাঙ্গা করতে হাজির হলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ l এই দিন বিজেপি নেত্রী ভারতী ঘোষ কে কাছে পেয়ে কেশপুরের সংলগ্ন এলাকার মানুষজন উৎসাহী হয়ে পড়ে ,প্রত্যেক জয় বজরংবলী ,জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অভিনন্দন জানান l বক্তব্য রাখতে গিয়ে ভারতী ঘোষ বলেন ঘাটাল লোকসভা তৃণমূল যে ভাবে সন্ত্রাস করেছে তাতে তার পরাজয় হয়েছে তা ঠিকই ,তবে গণনার পর যেভাবে একের পর এক বিধানসভা গুলি তৃণমূলের লোক জন তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে এসেছে এতে তার নৈতিক জয় হয়েছে l ভারতী ঘোষ বলেন ভোটের দিন আমাদের বিজেপি কর্মীদের ভোট দিতে দেয়নি তৃণমূল ,তারা জোর করে আটকে রেখেছিল l সেই দিন ,আজ দেখুন সেই সব কর্মীরা কিভাবে বেরিয়ে এসেছে এবং আমায় শুভেচ্ছা জানাচ্ছে ,এইটা আমার নৈতিক জয় পাশাপাশি শুভেন্দু অধিকারী নিয়ে তিনি বলেন যে শুভেন্দু অধিকারী 2019 এর সমস্ত দায়িত্ব পাওয়ার পর 2017 ভারতী ঘোষ কে আটকানোর চেষ্টা করে তার সম্বন্ধে তিনি কোন মন্তব্য করবেন না l এদিন সাংবাদিকরা ভারতীর বিতর্কিত অডিও বার্তা নিয়ে প্রশ্ন করলে তিনি এক কথায় বলেন এই অডিও বার্তা তার না l এদিন তিনি কেশপুরের পঞ্চমী, আমড়াকুচি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি নেতা কর্মী সমর্থকরা। কেশপুরের চড়কাতে একটি জনসভাও করেন তিনি। এই কেশপুরে তিনি শেষ ঢুকেছিলেন লোকসভা নির্বাচনের দিন। তারপর আজ আবার গেলেন কেশপুরের দলীয় সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে এদিন ভারতী ঘোষের মিছিল ও সভায় বিজেপি কর্মী সমর্থকদের ভীড় ছিল চোখে পড়ার মত।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.