ETV Bharat / state

নয়া পদক্ষেপ কর্পোরেশনের! এবার থেকে বেআইনি পার্কিংয়ের জরিমানা পৌঁছবে এসএমএসে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 10:28 PM IST

বেআইনি পার্কিংয়ের জরিমানা পৌঁছবে এসএমএস-এ
Illegal Parking

Illegal Parking: রাতের রাস্তায় বেআইনি পার্কিং করলে পুলিশের মতো এবার এসএমএস বার্তায় জরিমানা করবে কর্পোরেশন ৷

কলকাতা, 9 ডিসেম্বর: রাতে বেআইনি পার্কিং করলে আর চাকায় কাঁটা লাগবে না কলকাতা কর্পোরেশন। এক্কেবারে কলকাতা ট্রাফিক পুলিশের আদলে জরিমানার এসএমএস চলে যাবে গাড়ির মালিকের ফোন নম্বরে। আজ, শনিবার থেকে নয়া পদ্ধতি শুরু করল কলকাতা কর্পোরেশন।

দিনের বেলা বেআইনি পার্কিং হলে জরিমানা করে কলকাতা পুলিশ। তবে রাতের ক্ষেত্রে এই কাজ করত কলকাতা কর্পোরেশন। জরিমানা ন্যূনতম হল 1000 টাকা। অভিযান চালিয়ে ভালো আয় হত। যারাই রাস্তায় বেআইনিভাবে গাড়ি রাখত তাদেরই চাকায় কাঁটা লাগিয়ে দিত কলকাতা কর্পোরেশনের কার পার্কিং বিভাগ। পরের দিন 1000 টাকা জরিমানা জমা দিলে সেই কাঁটা খুলে দেওয়া হত কর্পোরেশনের তরফে। এর জন্য ব্যাপক লোকবল লাগত। অনেকে ক্ষেত্রে আবার কাঁটা লাগলে স্থানীয় নেতারা প্রভাব খাটিয়ে গাড়ি ছাড়িয়ে আনত ৷ ফলে জরিমানার টাকা আর নেওয়া হত না।

কিন্তু লোকবলের অভাবে থমকে গিয়েছে সেই অভিযান। কোষাগারে অর্থ আসা বন্ধ। ভেবে চিন্তে এবার নয়া পদক্ষেপ কলকাতা কর্পোরেশনের।
বেআইনি পার্কিং বা সিগন্যাল ভাঙলে দেখা যায় কলকাতা ট্রাফিক পুলিশ গাড়ির নম্বর প্লেট ছবি তুলতেই ঠিকুজি-কুষ্ঠি বেরিয়ে আসে। তারপর জরিমানার চালান অনলাইনে জেনারেট করে এসএমএস বার্তায় চলে যায় গাড়ির মালিকের ফোনে। বাধ্যতামূলকভাবে সেই টাকা দিতে হয় নির্দিষ্ট দিনের মধ্যে, না-হলে তারপর আইনি পদক্ষেপ নেওয়া হয়।

ঠিক একই পদ্ধতি এবার অবলম্বন করতে চলেছে কলকাতা কর্পোরেশন। যেভাবে রাতের রাস্তায় বেআইনি পার্কিং রমরমা তাতে, বহুবার বলে এমনকী এলাকায় এলাকায় পোস্টার লাগিয়ে ফল মেলেনি। তবে লোকবলের অভাবে পরিকল্পনা করেই অভিযান শুরু করতে পারছিল না। এবার নয়া পদ্ধতিতে নামমাত্র লোকবল ব্যবহারেই হবে কাজ। বেআইনি পার্কিং দেখলেই নয়া অ্যাপ মারফত পৌরকর্মীরা জরিমানা করতে পারবেন। যার গাড়ি তাঁর রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে যাবে সেই বার্তা। নির্দিষ্ট দিনের মধ্যে টাকা দিতে হবে। না-হলে আইনিভাবে পদক্ষেপ নেবে কলকাতা কর্পোরেশন।

আরও পড়ুন:

  1. আবাসনের নিকাশী ঠিকভাবে কাজ করছে তো? অন্যথায় হানা দেবে কর্পোরেশন
  2. শহরের পথে গাড়ি পার্কিং এজেন্সিদের তোলাবাজি চলছে রমরমিয়ে, চোখ বন্ধ প্রশাসনের
  3. ডেঙ্গি পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা কর্পোরেশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.