ETV Bharat / state

KMC Officials Show Caused : ফাইল ফেলে রাখার অভিযোগ, কলকাতা পৌরনিগমের 3 আধিকারিককে শো-কজ

author img

By

Published : Nov 2, 2022, 6:29 AM IST

Updated : Nov 2, 2022, 6:52 AM IST

টক টু মেয়রে (Talk to Mayor) প্রতিবারই সর্বোচ্চ অভিযোগের তালিকায় থাকে মিউটেশন সংক্রান্ত অভিযোগ । মেয়রের নির্দেশের পরেও বহু ক্ষেত্রেই সমস্যার মীমাংসা হয় না । এবার সেই মিউটেশনের ফাইল নিয়ে গড়িমসি করার অভিযোগে সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের তিন আধিকারিককে শো-কজ করল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷

KMC News
3 আধিকারিককে শো-কজ করল কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষ

কলকাতা, 2 নভেম্বর: টক টু মেয়রে (Talk to Mayor) প্রতিবারই সর্বোচ্চ অভিযোগের তালিকায় থাকে মিউটেশন সংক্রান্ত অভিযোগ । মেয়রের নির্দেশের পরেও বহু ক্ষেত্রেই এই সমস্যার মীমাংসা হয় না । এবার সেই মিউটেশনের ফাইল নিয়ে গড়িমসি করার অভিযোগে সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের তিন আধিকারিককে শো-কজ করল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ (Kolkata Municipal Corporation) ৷

জানা গিয়েছে, প্রায় এক বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও মিউটেশন করতে পারেননি 58 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা । বছর ঘুরে গেলেও মিউটেশনের ফাইল আটকেই ছিল । কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, এখন আয় বাড়ানোর দিকে নজর দিয়েছে পুর কর্তৃপক্ষ । মেয়র বারে বারে বলছেন মিউটেশন ফেলে রাখা যাবে না ৷ দরকার হলে বিভিন্ন এলাকায় শিবির করে কর মূল্যায়ন এবং মিউটেশনের কাজ করতে হবে । সেখানেই প্রশ্ন এত তৎপরতার পরেও কেন বছর ঘুরে গেলেও মিউটেশনের কাজ হচ্ছে না? এই কারণ জানতে চেয়ে ইন্সপেক্টর রবি মুর্মু ও রবীন্দ্রনাথ বারিক এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাসেসার কালেক্টর রঞ্জিত মণ্ডলকে নোটিস ধরানো হয়েছে ।

আরও পড়ুন: বাড়ি মেরামতেও কাউন্সিলরকে জানাতে হয়, নাগরিক অভিযোগ 'টক টু মেয়র' অনুষ্ঠানে

এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও এক আধিকারিক জানান, অনুষ্ঠানে মেয়র যত অভিযোগ শোনেন তার মধ্যে একটা বড় অংশই মিউটেশন সংক্রান্ত । মিউটেশন না হওয়ার বা মিউটেশন করতে এসে বারবার ঘুরে নাজেহাল হওয়ার মতো অভিযোগ পৌরনিগমে নতুন নয়। অথচ মিউটেশন হলে পুরসভার আয়ও হয় । আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরসভার কর্মী থেকে শুরু করে আধিকারিকরা যদি তৎপর না হয় তাহলে আয় থেকে বঞ্চিত হয় কলকাতা পৌরনিগম । আর সেই কারণেই এবার কড়া পদক্ষেপ করা হল পৌরনিগমের তরফে। এই ধরনের ঘটনা যে আর ঘটতে দেওয়া যাবে না তা কার্যত বুঝিয়ে দেওয়া হল আধিকারিকদের ।

Last Updated : Nov 2, 2022, 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.