ETV Bharat / state

KKR Due to KMC: তিন কোটি বিনোদন কর বকেয়া নাইটদের! শাহরুখের দলকে নোটিশ ধরাল কেএমসি

author img

By

Published : May 24, 2023, 5:22 PM IST

KMC
শাহরুখের দলকে নোটিশ ধরাল কেএমসি

প্রায় দশ বছরের কাছাকাছি বকেয়া টাকা দেয়নি কেকেআর ৷ এখন তা দাঁড়িয়েছে 3 কোটিতে ৷ আর এই পাওনা টাকা মেটাতে শাহরুখের দলকে নোটিশ দিল কেএমসি ৷

কলকাতা, 24 মে: প্রতি বছর বকেয়া বাড়তে বাড়তে প্রায় 3 কোটিতে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্সের পৌর বিনোদন কর। সেই বিপুল পরিমাণ বকেয়া চেয়ে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে নোটিশ ধরাল কলকাতা পৌরনিগম। আইপিএল মরশুমের শেষে বিনোদন কর বাবদ প্রতি বছর কলকাতা নাইট রাইডার্সদের ডিমান্ড পাঠায় কলকাতা কর্পোরেশন। এবছরও পাঠিয়েছে। তবে বেশি মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবছর খানিকটা করে টাকা বকেয়া রাখতে রাখতে তা 3 কোটির অংক ছুঁয়ে ফেলেছে। আর সেই বড় অংকের টাকা আদায়ে এবার তৎপর কলকাতা কর্পোরেশনের বিনোদন কর বিভাগ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, আইপিএল থেকে অভিনেতা শাহরুখ খানের সংস্থা 'রেড চিলিজ' মোটা অংকের ব্যবসা করে। ফলত শাহরুখের ফ্র্যাঞ্চাইজির পক্ষে কলকাতা কর্পোরেশনের বরাদ্দ বিনোদন কর দেওয়া কোনও সমস্যার নয়। তবু বকেয়া 3 কোটি। বকেয়া মেটানো নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে ডেকে পাঠানো হয়েছিল কলকাতা কর্পোরেশনে। পৌর কমিশনার বিনোদ কুমারের উপস্থিততে এ নিয়ে আলোচনা হয়। সেখানে বকেয়া ও বর্তমান কর মেটানো নিয়ে দুই পক্ষের মধ্যে খানিক মতান্তর হয়। কর্পোরেশনের তরফে 15 দিন সময় দেওয়া হয় কেকেআরকে ৷ যদি কোনও বক্তব্য থাকলে লিখিত আকারে জমা দিতে বলা হয়।

কলকাতা কর্পোরেশন এলাকার মধ্যে বিনোদনমূলক অনুষ্ঠান হলে যেখানে টিকিট বিক্রি করা হয় অর্থাৎ হল, মাঠ ভাড়া করে করা হয় তাহলে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষকে দিতে হবে বিনোদন কর। সেই নিয়মমাফিক প্রত্যেক বছর আইপিএলের টিকিট বিক্রির উপর কলকাতা নাইট রাইডার্সকে বিনোদন কর দেওয়ার দাবি করা হয়। প্রতিবছরই 60 থেকে 70 লক্ষ টাকার মতো করের পরিমাণ দাঁড়ায়। তবে নাইট কর্তৃপক্ষ 25 থেকে 30 লক্ষ টাকা কর্পোরেশনের কোষাগারে জমা করলেও বাকি টাকা দেয় না বলেই খবর কর্পোরেশন সূত্রে খবর।

আরও পড়ুন: বকেয়া ছাড়িয়েছে 1000 কোটি টাকা, প্রাপ্য নিয়ে চিন্তায় ঠিকাদার থেকে অবসরপ্রাপ্তরা

প্রায় দশ বছরের কাছাকাছি সেই বকেয়া টাকা জমতে জমতে 3 কোটি ছুঁয়ে ফেলেছে। যা কলকাতা কর্পোরেশনের কাছে যথেষ্ট বড় অংকের বকেয়া।তাই সেই টাকা দাবি করে আদায় করার পক্ষে মাঠে নেমেছে বিনোদন কর বিভাগ। এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানান, বকেয়া মেটানোর কথা নাইট কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ তাদের যদি কোনও আপত্তি থেকে থাকে তাহলে 15দিন সময় দেওয়া হয়েছে ৷ এই সময়কালের মধ্যে তারা তাদের সমস্যার কথা লিখিতভাবে জমা করবে কলকাতা কর্পোরেশনের কাছে। তবে কলকাতা নাইট রাইডার্স তরফে এখনও পর্যন্ত বকেয়া কর প্রসঙ্গে নিয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.