ETV Bharat / state

Parking Fee: পার্কিংয়ে আর 1 টাকাও বাড়তি খরচ নয়, আসছে নয়া নিয়ম

author img

By

Published : Jan 1, 2023, 9:03 PM IST

কলকাতা শহরের জন্য নয়া 'পার্কিং ফি' (Parking Fee) ব্যবস্থাপনা চালু করছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) বা কেএমসি (KMC) ৷ কী থাকছে তাতে ?

KMC is going to implement new Parking Fee Management for Kolkata
পার্কিং ফি মেটাতে আসছে নয়া নিয়ম ৷

কলকাতা, 1 জানুয়ারি: কলকাতা শহরে 'পার্কিং ফি' (Parking Fee) হিসাবে নির্ধারিত টাকার থেকে আর 1 টাকাও বেশি খরচ করতে হবে না আমজনতাকে ৷ নতুন বছরে হয়রানিমুক্ত পার্কিং ফি সংক্রান্ত ব্যবস্থাপনা (Parking Fee Management) চালু করছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) বা কেএমসি (KMC) ৷ আগামী 10 জানুয়ারি থেকে এই নয়া ব্যবস্থাপনা কার্যকর করা হবে ৷ শহরের সমস্ত পার্কিং লটেই থাকবে ই-পস মেশিন (E-Pos Machine) ৷ সংশ্লিষ্ট সূত্রের খবর, ধর্মতলায় কলকাতা পৌরনিগমের পার্কিং লটে এই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এই ই-পস মেশিনের সাহায্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা বারকোড 'স্ক্যান' করে দেওয়া যাবে পার্কিং ফি ৷ প্রসঙ্গত, মহানগরের রাস্তায় পার্কিং ফি দেওয়ার ডিজিট্যাল ব্যবস্থাপনা বাধ্যতামূলকভাবে চালু করা হচ্ছে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই ৷ সেই অনুসারে, ই-পস মেশিনের সাহায্যেই নেওয়া হবে পার্কিং ফি ৷

আরও পড়ুন: পাঁচবছর নয়, একবছর অন্তর করা হোক বিপিএল তালিকার মূল্যায়ন, রাজ্যকে প্রস্তাব দেবে কেএমসি

উল্লেখ্য, দীর্ঘ 12 বছর পর বেড়েছে মহানগরে পার্কিং ফি ৷ এই প্রেক্ষাপটে যেসমস্ত সংস্থা পার্কিং ফি নেওয়ার ক্ষেত্রে নয়া ই-পস মেশিন ব্যবহার করবে না, তাদের বেআইনি হিসাবে চিহ্নিত করা হবে ৷ ইতিমধ্যেই পার্কিং ফি-বাবদ নতুন তালিকা প্রকাশ করা হয়েছে ৷ অভিযোগ, কলকাতার অধিকাংশ পার্কিং লটেই গাড়ি রাখলে রশিদ পাওয়া যায় না ৷ নির্ধারিত ভাড়ার কয়েকগুণ বেশি টাকা দাবি করেন সংশ্লিষ্ট এজেন্সিগুলির কর্মীরা ৷ বহুক্ষেত্রেই সেই টাকা দিতে বাধ্য হন নাগরিকরা ৷

এসব নিয়ে কলকাতা পৌরনিগমে বহু অভিযোগ জমা পড়েছে ৷ যা নিয়ে জেরবার কেএমসির পার্কিং বিভাগের কর্তারা ৷ সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই বাধ্যতামূলকভাবে চালু করা হচ্ছে ই-পস মেশিন ৷ এবার থেকে আর নগদ টাকায় পার্কিং ফি দেওয়া যাবে না ৷ সবটাই করতে হবে ডিজিট্যাল লেনদেনের মাধ্যমে ৷ গাড়ি পার্কিং লটে পৌঁছলেই সংশ্লিষ্ট মেশিনে সমস্ত তথ্য নথিভুক্ত হয়ে যাবে ৷ গাড়ি পার্কিং লট থেকে বের করার সময় নিয়ম মাফিক যে পরিমাণ টাকা ভাড়া হয়, শুধুমাত্র সেটুকুই মেটানোর নির্দেশ দেবে ই-পস মেশিন ৷ টাকা মেটানো হলে তার জন্য রশিদও পাওয়া যাবে ৷ ফলে বাড়তি এক টাকাও খরচ করতে হবে না আমজনতাকে ৷ প্রথম ধাপে কলকাতার জন্য 100টি এমন মেশিন কেনা হয়েছে ৷

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "পার্কিং লটগুলিতে নির্ধারিত সংখ্যার অতিরিক্ত গাড়ি আর রাখা যাবে না ৷ পার্কিং ফি হিসাবে অতিরিক্ত টাকাও কেউ আর নিতে পারবে না ৷ ফলে, পার্কিং নিয়ে যে তোলাবাজির অভিযোগ ওঠে, তা পুরোপুরি বন্ধ হবে ৷ নতুন ব্যবস্থাপনায় যদি কোনও ফাঁক থেকে থাকে, তাহলে তা চালু হলেই বোঝা যাবে ৷ সেই অনুসারে, পুরো ব্যাবস্থাপনাটিই দফায় দফায় আপডেট করা হবে ৷ এই নতুন নিয়মে পৌরনিগমের আয় যেমন বাড়বে, তেমনই নাগরিক হয়রানিও কমবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.