ETV Bharat / state

নয়া ইতিহাস! প্রথম মহিলা পৌর কমিশনার পেতে চলেছে কলকাতা কর্পোরেশন

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 9:49 PM IST

Updated : Jan 18, 2024, 11:30 AM IST

first female municipal commissioner KMC: নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা কর্পোরেশনের একাধিক শীর্ষ পদে বদল আসন্ন। আর ঠিক সেখানেই এবার কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার পদে নিযুক্ত করা হতে পারে আইএএস আধিকারিক রাধিকা আইয়ারকে। এমনই জল্পনা শুরু হয়েছে কলকাতা কর্পোরেশনে।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 17 জানুয়ারি: প্রথম মহিলা পৌর কমিশনার পেতে চলেছে কলকাতা কর্পোরেশন ! এমনটাই অন্তত শোনা যাচ্ছে পৌরনিগমের অন্দরে ৷ লোকসভা নির্বাচন আসন্ন। আর তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে বদল হতে চলেছেন কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার বিনোদ কুমার, বিশেষ কমিশনার সোমনাথ দে, সচিব হরিহর প্রসাদ মণ্ডল। সেখানেই এবার কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার পদে নিযুক্ত করা হতে পারে কোনও মহিলা আইএএস আধিকারিককে । সেই তালিকায় রাধিকা আইয়ার এগিয়ে রয়েছেন বলেই জল্পনা শুরু হয়েছে কলকাতা কর্পোরেশনের অভ্যন্তরে। আর তেমনটা হলে কলকাতা পৌর নিগমের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা পৌর কমিশনার হতে চলেছেন।

কলকাতা কর্পোরেশনের এক আধিকারিকের কথায়, "চার-পাঁচ মাস আগে কে রাধিকা আইয়ারকে আনা হয়েছে কেইআইআইপি ডিরেক্টর পদে । কারণ বর্তমান পৌর কমিশনার বদল হলে সেখানেই তাঁকে বদলি করা হতে পারে। ফলে তেমনটা হলে কলকাতা কর্পোরেশনের ইতিহাসে প্রথম পৌর কমিশনার পদে একজন মহিলা আধিকারিক বসবেন।" আর একটি সূত্র অবশ্য বলছে, ভোট পরবর্তী সময়ে বিনোদ কুমারকেই ফিরিয়ে আনা হতে পারে পৌর কমিশনার পদে। যদিও সবটাই এখনও সম্ভবনার জায়গায় রয়েছে।

এক সময় 1923 সালের পৌর আইন অনুসারে চিফ এক্সিকিউটিভ অফিসার পদ ছিল। খোদ নেতাজী সুভাষচন্দ্র বসু এই পদে ছিলেন। পরে কলকাতা মিউনসিপ্যাল কর্পোরেশনের 1951 আইন অনুসারে পৌর কমিশনার হন অনেকেই। পরে 1980 আইন অনুসারে নিয়োগ হয়। বর্তমানে 2020 সাল থেকে টানা পৌর কমিশনার পদে আছেন বিনোদ কুমার। তিনি রাজ্যের পরিবহণ সচিবও।

কর্পোরেশন সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পরে বিনোদ কুমারকে পৌর কমিশনার পদে আনা হয়। তার আগে দীর্ঘ দিন খলিল আহমেদ এই পদে ছিলেন। তিনি বর্তমানে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব। ফিরহাদ হাকিম পরিবহণ মন্ত্রী থাকাকালীন বিনোদ কুমারকে পরিবহণ সচিব করা হয়। তবে সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই একটি নির্দেশিকায় অন্য প্রশাসনিক কর্তাদের মতো কর্পোরেশনের আধিকারিকদের, যারা তিন বছরের বেশি সময় একই পদে তাদের আগাম বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই নির্দেশ মতই কলকাতার পৌর কমিশনার, বিশেষ কমিশনার, সচিব-সহ বেশ কিছু কর্তার বদলি আসন্ন। এর মধ্যেই একটি নির্দেশিকায় কলকাতা কর্পোরেশনে কমিশনার পদ নিয়ে জল্পনা তুঙ্গে। সেটা হলো বাঁকুড়ার জেলাশাসক পদ থাকা কে রাধিকা আইয়ারকে মাস কয়েক আগে কলকাতা ইমপ্রুমেন্ট ইনভেস্টমন্টস ট্রাস্ট ডিরেক্টর পদে আনা হয়। সেখানে তার আগে ছিলেন বিভু গোয়েল।

আরও পড়ুন

ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের তদন্তে সিট গঠন করল হাইকোর্ট

যৌন হেনস্তার অভিযোগ ওঠায় সরানো হল আইআইএম জোকা-র ডিরেক্টরকে

শহরজুড়ে সৌরবিদ্যুৎ-এলইডি, ইলেকট্রিক বিলে 50 কোটি টাকা সাশ্রয় কলকাতা পৌরনিগমের

Last Updated : Jan 18, 2024, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.