ETV Bharat / state

2000 বর্গ মিটারের বেশি নির্মাণ হলেই গুনতে হবে পানীয় জল সরবরাহের পরিকাঠামো ও উন্নয়ন কর

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 10:07 PM IST

KMC New Rule: পানীয় জল সরবরাহে পরিকাঠামো ও উন্নয়নে বরাদ্দ এককালীন করের ব্যাপক রদবদল করল কলকাতা কর্পোরেশন, কার্যকর হচ্ছে আজ থেকে ৷ 2000 বর্গ মিটারের বেশি নির্মাণ হলেই গুনতে হবে পানীয় জল সরবরাহের পরিকাঠামো ও উন্নয়ন কর ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 1 ডিসেম্বর: কর পরিকাঠমোয় ব্যপক রদ-বদল কলকাতা পৌরনিগমের । আয় বাড়াতেই পানীয় জল সরবরাহের পরিকাঠামো এবং উন্নয়ন বাবদ কর জমার নিয়মে পরিবর্তন আনা হয়েছে । খবর পৌরনিগম সূত্রে । এতদিন পর্যন্ত তৃণমূল পরিচালিত পৌরবোর্ড পানীয় জলের উপর নাগরিকদের থেকে নিয়মিত কর নিত না । ফলে পৌরনিগমের আয়ও বেশ কমেছিল । এবার থেকে 2000 বর্গ মিটারের বেশি নির্মাণ হলেই গুনতে হবে পানীয় জল সরবরাহের পরিকাঠামো ও উন্নয়ন কর ।

এতদিন পর্যন্ত নির্মাণ কাজের ক্ষেত্রে বড় আবাসন থেকেই পানীয় জল সরবরাহ পরিকাঠামো ও উন্নয়নের জন্য কর আদায় করত কলকাতা পৌরনিগম । বিশেষত 10 হাজার বর্গ মিটারের বেশি আয়তনের বাণিজ্যিক নির্মাণ বা 100টির বেশি ফ্ল্যাট আছে এমন আবাসন ক্ষেত্রে পানীয় জল সরবরাহের পারিকঠামো ও উন্নয়ন কর নেওয়া হত । এবার সেই নিয়মেই পরিবর্তন করা হয়েছে । নতুন নিয়মে নির্দিষ্ট করে উল্লেখ থাকছে না ফ্ল্যাটের সংখ্যা । এমনকি বাণিজ্যিক ও আবাসিক নির্মাণের ক্ষেত্রেও কোনও ভেদাভেদ থাকছে না ৷ এবার থেকে 2000 বর্গ মিটারের বেশি নির্মাণ হলেই গুনতে হবে পানীয় জল সরবরাহের পরিকাঠামো ও উন্নয়ন জন্য এককালীন কর । করের পরিমাণ প্রতি বর্গ মিটার পিছু 100 টাকা।

গত মেয়র পরিষদ বৈঠকের এই সিদ্ধান্ত চূড়ান্ত হলেও, কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে পাস হয়েছে ।1 ডিসেম্বর থেকেই এই নয়া নিয়ম কার্যকারী হবে ৷ নতুন নিয়মে ছোট নির্মাণ (আবাসিক) সেক্ষেত্রেও এই কর বাবদ এককালীন টাকা গুনতে হবে । এতে পৌর কোষাগারে বাড়তি রোজগার হবে বলেই আশা করছেন পৌর আধিকারিকরা । এই প্রসঙ্গে কলকাতা পৌর এক আধিকারিক বলেন, ''জল কর না নেওয়া হলো বর্তমান বোর্ডের সিদ্ধান্ত। তবে যে ভাবে বহুতল হচ্ছে অনেক জায়গায় নাগরিকদের স্বার্থে জলের লাইন দেওয়া, সরবরাহ চাপ বৃদ্ধিতে বুস্টিং স্টেশন তৈরি করতে হয় । বিপুল খরচ । এবার সেই ক্ষেত্রে অনেকটা সুরাহা দেবে নয়া নিয়ম। এই টাকা নির্মাণের শুরুতে এককালীন জমা করতে হয় কলকাতা পৌরনিগমে ৷ এত দিন বড় অংশকে পানীয় জল সরবরাহ করলেও সেই টাকা পৌর কোষাগার থেকেই যেত। তার বিনিময় কিছুই আয় হয়ত না। তবে এবার অল্প হলেও এককালীন পরিকাঠামো ও উন্নয়ন খাতে কিছু টাকা আসবে কোষাগারে ।''

আরও পড়ুন:

  1. রাতের কলকাতায় বেআইনি পার্কিং রুখতে ফের শুরু হচ্ছে পুলিশ ও পৌরনিগমের যৌথ অভিযান
  2. শহরের পথে গাড়ি পার্কিং এজেন্সিদের তোলাবাজি চলছে রমরমিয়ে, চোখ বন্ধ প্রশাসনের
  3. 'বিধানসভা কি স্কুল?' হাজিরা খাতায় সই করা নিয়ে ক্ষোভ প্রকাশ ফিরহাদের!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.