ETV Bharat / state

KMC Election 2021 : পৌরভোটে অশান্তি হলে বুঝতে হবে দলের উপর নিয়ন্ত্রণ নেই অভিষেকের : রাহুল সিনহা

author img

By

Published : Dec 11, 2021, 4:59 PM IST

কলকাতা পৌরনিগমের (KMC Election 2021) ভোটে অশান্তি হলে, বুঝতে হবে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ নেই ৷ আজ দক্ষিণেশ্বরে গিয়ে এমনটাই জানালেন রাহুল সিনহা ৷

KMC Election 2021
পৌরভোটে অশান্তি হলে বুঝতে হবে দলের উপর নিয়ন্ত্রণ নেই অভিষেকের : রাহুল সিনহা

দক্ষিণেশ্বর, 11 ডিসেম্বর : আগামী 13 ডিসেম্বর বেনারসে শিব মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ তার আগে দেশের বিভিন্ন মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান চালাচ্ছে বিজেপি ৷ তেমনি রাজ্য বিজেপির তরফে বিজেপি নেতা রাহুল সিনহা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন এবং মন্দিরের মূল দ্বারে স্বচ্ছতা অভিযান চালান ৷ সেখানেই একাধিক ইস্যুতে কথা বললেন রাহুল সিনহা ৷

পৌর নির্বাচন-

রাহুল সিনহা বলেন, ‘‘অভিষেক বন্দোপাধ্যায় নিজে বলেছেন এবার কলকাতা পৌরনিগমে (KMC Election 2021) ভোট সুষ্ঠ ও স্বাভাবিক হবে ৷ আর তার অন্যথা হলে, বোঝা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের উপর নিয়ন্ত্রণ নেই (Rahul Sinha on Municipality Election Violence) ৷’’

ভ্যাকসিনেশন-

এদিন রাহুল সিনহা অভিযোগ করেছেন, এ রাজ্যে ভ্যাকসিন নিয়ে নেতা ও মন্ত্রীরা দুর্নীতি করেছেন ৷ আর এনিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ তাই এরাজ্যে ভ্যাকসিনেশন সঠিকভাবে সম্পন্ন হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন রাহুল সিনহা (Rahul sinha on KMC Election) ৷

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতার ভোটে ভাল ফল করবে বিজেপি, আশাবাদী সুকান্ত

তৃণমূলের ইস্তেহার প্রকাশ-

রাহুল সিনহার অভিযোগ তৃণমূল কখনও নিজেদের ইস্তেহারকে স্বীকৃতি দেয় না ৷ নামকে ওয়াস্তে করতে হয় তাই করেছে বলে কটাক্ষ করেন রাহুল সিনহা ৷ তাঁর অভিযোগ, গতবারের ইস্তেহার অনুযায়ী কোনও কাজ তৃণমূল করেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.