ETV Bharat / state

KMC Guidelines: প্লাসটিক নিয়ে প্রবেশ করা যাবে না পৌর উদ্যানগুলিতে, নির্দেশিকা কলকাতা পৌরনিগমের

author img

By

Published : May 2, 2023, 10:53 PM IST

কেএমডিএ-র পথই কি এবার অনুসরণ করতে চলেছে কলকাতা পৌরনিগম ? উদ্যানে প্রবেশের নয়া নিয়ম ৷ প্লাসটিকের ব্যাগ ও বোতল নিয়ে প্রবেশ করা যাবে না পৌর উদ্যানগুলিতে ৷ পরিবেশ দূষণ থেকে তিলোত্তমাকে বাঁচাতেই এই উদ্যোগ ৷

Etv Bharat
প্লাসটিক নিয়ে প্রবেশ করা যাবে না পৌর উদ্যানগুলিতে

কলকাতা, 2 মে: রবীন্দ্র সরোবরের দূষণ ঠেকাতে প্লাসটিক নিয়ে কেএমডিএ তথা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ প্লাসটিকের বোতল-সহ অন্যান্য জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না এই সরোবরে । এবার পরিবেশ রক্ষা করতে সেই পথে হাঁটছে কলকাতা কর্পোরেশন । কেএমসির আওতাধীন সমস্ত পার্কে প্লাসটিকের ব্যাগ ও বোতলের মতো জিনিসপত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে । মাঠে প্রবেশের আগেই বাইরে থাকা ডাস্টবিনে সেগুলি ফেলে তবেই প্রবেশ করা যাবে । এইরকমই নির্দেশিকা দেওয়া হোডিং গেটে টাঙানো থাকবে উদ্যানের বাইরে ।

ক্রমশই কলকাতায় বেড়ে চলেছে লাগামহীন দূষণ । যার অন্যতম উৎস হল 40 মাইক্রনের নীচে ব্যবহৃত প্লাসটিক । আর সেই প্লাস্টিকের হাত থেকে উদ্যানগুলিকে রক্ষা করতে এবার উদ্যোগ নিলো কলকাতা পৌরনিগম । প্লাসটিক ব্যবহারের নিষেধাজ্ঞা সংক্রান্ত সাইন বোর্ড লাগানো হবে কর্পোরেশনের আওতাধীন সব উদ্যানে । পাশাপশি নিরাপত্তা কর্মীদেরও এই মর্মে নির্দেশিকা পাঠানো হবে ।

প্রসঙ্গত, শহরকে দূষণমুক্ত করতে কলকাতা পৌরনিগমের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সম্প্রতি মাসিক অধিবেশনে এই সংক্রান্ত একটি প্রস্তাব এনেছেন । তারপরেই নয়া সিদ্ধান্তের কথা জানান উদ্যান বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার । কাউন্সিলর ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় বলেন, "শহরের বাগানগুলি সুন্দর রাখতে প্লাসটিকের আবর্জনা ফেলা বন্ধ করা দরকার । মাঠে প্লাসটিক ব্যাগ ও বোতল নিষিদ্ধ করা হয়েছে ।"

এই প্রসঙ্গেই কলকাতা কর্পোরেশনের উদ্যান বিভাগের তরফে জানানো হয়েছে, পৌর উদ্যানগুলিতে সর্বত্র প্লাসটিক বা প্লাসটিকের জিনিসপত্র নিয়ে প্রবেশ বন্ধ করা হবে । এমনকী প্লাসটিকের ব্যাগ ও জলের বোতল নিয়ে ঢোকা যাবে না । সেই সংক্রান্ত নোটিশ লাগানো থাকবে গেটে । সামনে ডাস্টবিন থাকবে । প্লাসটিকের জিনিসপত্র সেখানে ফেলে ঢুকতে হবে ।

আরও পড়ুন : ফেলে দেওয়া প্লাস্টিক দিয়েই এবার হবে মহানগরের রাস্তা তৈরির কাঁচামাল

পরিবেশরক্ষার্থে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরনিগম । দূষণ ঠেকাতে এই নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা । সম্প্রতি রাজ্যে 40 মাইক্রনের নীচে প্লাসটিক ব্যবহার নিষিদ্ধ করেছে পরিবেশ দফতর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ । এবার সেই নির্দেশকে মান্যতা দিয়ে উদ্যানগুলিতে এই প্লাসটিক এবং বোতল ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে কলকাতা পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.