ETV Bharat / state

Kalighater Kaku Update: ইডি-জেরায় কালীঘাটের কাকুর মুখে পার্থ ! আরও বড় প্রভাবশালীকে আড়ালের চেষ্টা ?

author img

By

Published : Jun 1, 2023, 8:19 AM IST

ETV Bharat
কালীঘাটের কাকু

গ্রেফতারের পর ইডির জেরার মুখোমুখি হন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ৷ সেখানে জেরার মুখে হঠাৎ পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেন তিনি ৷ ইডির দাবি, কোনও বড় প্রভাবশালীকে বাঁচাতে চান সুজয়কৃষ্ণ ৷

কলকাতা, 1 জুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন ৷ ইডির দাবি, কোনও এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে আড়াল করতে গিয়েই প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রীর নাম উল্লেখ করেছেন 'কালীঘাটের কাকু' ৷ কে সেই প্রভাবশালী ব্যক্তি সেটাই বোঝার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে 2022 সালের 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি ৷ বর্তমানে তিনি সংশোধনাগারে ৷ সোমবার, 30 মার্চ রাতে সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ৷ জানা গিয়েছে, তাঁকে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে, তার সঙ্গে সরাসরি যোগ নেই ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ৷ এরপরও তদন্তকারীদের কাছে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রীর নাম মুখে এনেছেন ৷

সূত্রে জানা গিয়েছে, এক প্রভাবশালী ব্যক্তির সম্পর্কে কালীঘাটের কাকুকে জিজ্ঞাসা করা হয় ৷ তাঁকে প্রশ্ন করা হয়, ওই প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের সম্পর্ক কী ? সেই বিষয়ে কালীঘাটের কাকু কোনও উত্তর দেননি ৷ বরং পার্থর নাম করেছেন। এখানেই তদন্তকারীদের দাবি, কোনও এক প্রভাবশালী ব্যক্তিকে আড়াল করতে এই চাল দিয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু ৷

আরও পড়ুন: স্থানীয় ক্লাবের নির্বাচনে দাঁড়িয়েও সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন সুজয়কৃষ্ণ !

ইডির আধিকারিকদের আরও দাবি, এর আগে সুজয়কৃষ্ণ ভদ্রের ব্যবহার করা মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় ৷ সেই মোবাইলে ফোনের কথোপকথন উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুছে ফেলা হয়েছে ৷ 2017 সালের আগে থেকে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে মানিক ভট্টাচার্যের যোগাযোগ ছিল ৷ স্কুল সার্ভিস কমিশনে কারা চাকরি পাবেন, কোন পরীক্ষার্থী কত টাকা দিয়েছেন, কার কত টাকা বাকি- এই সবকিছু নিয়ে বিস্তর একটি হিসেব কষেছিলেন সুজয়কৃষ্ণ ৷ পরে অবস্থা বুঝে এক সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে সেই সব হোয়্যাটসঅ্যাপ রেকর্ড তিনি মুছে ফেলেন ৷

কালীঘাটের কাকুর বাজেয়াপ্ত হওয়া ফোনটি ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করেন তদন্তকারীরা ৷ মুছে যাওয়া সেই সব হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরায় সংগ্রহ করে বিস্ফোরক এই তথ্যগুলি পেয়েছে ইডি । 20 মে সুজয়কৃষ্ণের বেহালার বাড়ি, অফিস, তাঁর শ্যালিকার ফ্ল্যাটে প্রায় 15 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা ৷

সেখান থেকে তদন্তকারীরা একাধিক ডিজিটাল নথিপত্র উদ্ধার করেন ৷ এছাড়া কাগজপত্র, ডায়েরি, পেনড্রাইভ এবং মোবাইল ফোনও নিয়ে যান ইডি আধিকারিকরা ৷ ইডির দাবি, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে জানা গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র 40 লক্ষ টাকার একটি লেনদেন করেছিলেন ৷ এই বিপুল টাকার টাকার উৎস নিয়ে প্রশ্ন করলে কালীঘাটের কাকু কোনও সদুত্তর দিতে পারেননি বলে খবর ৷

মঙ্গলবার সকাল 11টা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে যান সুজয়কৃষ্ণ ভদ্র ৷ বেশ কিছু ফাইল এবং ব্যাংকের যাবতীয় তথ্য সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি ৷ ইডির তিনজন আধিকারিক কালীঘাটের কাকুকে 6 দফায় প্রায় 12 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ৷ একাধিক প্রশ্নের উত্তর লুকিয়ে যাওয়া থেকে শুরু করে তদন্তকারীদের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ আনা হয় সুজয়কৃষ্ণর বিরুদ্ধে ৷ এরপর মঙ্গলবার অনেক রাতে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি ৷

আরও পড়ুন: কাদের চাকরি দিতে হবে সেই নির্দেশ মানিককে দিতেন কালীঘাটের কাকু, দাবি তদন্তকারীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.