ETV Bharat / state

কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি রাজেশ বিন্দাল

author img

By

Published : Apr 27, 2021, 5:33 PM IST

HC
কলকাতা হাইকোর্ট

ভারত সরকার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ৷ সেখানে জানানো হয়েছে সংবিধানের 223 নম্বর ধারা অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দালকে কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷ রাষ্ট্রপতির নির্দেশেই তাঁকে ওই পদে বসানো হয়েছে ৷

কলকাতা, 27 এপ্রিল : কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি রাজেশ বিন্দাল। আগামীকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন বিচারপতি টি বি রাধাকৃষ্ণাণ। তারপরের দিন অর্থাৎ 29 এপ্রিল কার্যকরী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন বিচারপতি রাজেশ বিন্দাল। আদালতের নিয়ম অনুযায়ী কলকাতা হাইকোর্টের কর্মরত বিচারপতিদের মধ্যে তিনি সবথেকে বরিষ্ঠ।

ভারত সরকার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ৷ সেখানে জানানো হয়েছে সংবিধানের 223 নম্বর ধারা অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দালকে কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷ রাষ্ট্রপতির নির্দেশেই তাঁকে ওই পদে বসানো হয়েছে ৷ এবং আগামী 29 এপ্রিল থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন ৷

আরও পড়ুন- অবশিষ্ট টিকা ফেরৎ 30 এপ্রিলের পরই, সরকারি নির্দেশিকায় বিপাকে বেসরকারি হাসপাতাল

বিচারপতি রাজেশ বিন্দাল গত বছরের 5 জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, 1961 সালে হরিয়ানার আম্বালায় জন্ম বিচারপতি রাজেশ বিন্দালের। 1985 সালে চন্ডীগড়ের পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে তিনি প্র্যাকটিস শুরু করেন। 2006 সালে ওই আদালতেই বিচারপতি হিসেবে নিযুক্ত হন । তারপর 2018 সালে তাঁকে সেখান থেকে জম্মু-কাশ্মীর হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি করা হয় । সেখান থেকে 2020 সালের 5 জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি। এরপর তাঁকে কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.