ETV Bharat / state

Calcutta High Court: 'মানিককে নিয়ে তদন্ত কতদূর ? কোর্টকেই কাঁচকলা দেখাচ্ছেন !' সিবিআইকে তোপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 5:02 PM IST

Updated : Sep 18, 2023, 5:11 PM IST

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

মানিক ভট্টাচার্যকে নিয়ে কী তদন্ত হয়েছে ? আদালতকেই কাঁচকলা দেখাচ্ছেন ! ওএমআর শিট মামলায় সিবিআইয়ের রিপোর্টে অসন্তুষ্ট হয়ে এ কথা বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর: মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতির ওএমআর শিট বিতর্ক মামলায় সিবিআইয়ের রিপোর্টে খুশি নন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তদন্তকারী অফিসার কেস ডায়েরি না আনায় সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি ।

রিপোর্টে আছে বহু রাজনৈতিক ব্যক্তির নাম, যাঁদের কাছে টাকা গিয়েছে । এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেলা 2টোর সময় মানিক ভট্টাচার্যকে নিয়ে কী তদন্ত করেছে সিবিআই, সেই বিষয়ে জানতে চান । সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, 2/11/2022, 5/11/2022, 5/11/2023 এবং 25/7/2023 ছাড়াও আরও একবার মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । মোট 6 বার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডিরেক্টর পার্থ সেনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।

এ দিন শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও সিবিআইয়ের আইনজীবীর মধ্যে যে কথোপকথন হয়েছে তা এ রকম...

বিচারপতি: আমি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞসাবাদ করতে নির্দেশ দিয়েছিলাম । সেই ব্যাপারে সিবিআই কী করেছে ?

সিবিআই: আমরা জিজ্ঞসাবাদ করেছি । সামগ্রিক রিপোর্ট দিয়ে সে কথা জানাতে পারি । প্রবীর বন্দ্য়োপাধ্যায় নামে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি যিনি শিক্ষা দফতরের সেক্রেটারি ছিলেন । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । যা কাগজে লিখিত আকারে রাখা হয়েছে । পার্থ কর্মকার ডেপুটি সেক্রেটারি ছিলেন, তাঁকেও জিজ্ঞসাবাদ করা হয়েছে ।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে মানিক ভট্টাচার্য

বিচারপতি: একটা অভিযোগ শুনতে পাচ্ছি সিবিআই আধিকারিক এবং মানিক ভট্টাচার্যের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে । তাঁকে বেশি জিজ্ঞসাবাদ করা হবে না । ইতিমধ্যে মানিক সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে নেবে, ব্যাস হয়ে গেল ।

সিবিআই: তাপস মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে চার কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে । যে টাকা কুন্তল ঘোষের হাতে যেত । তদন্তে এটা উঠে এসেছে যে, তাপস মণ্ডল চাকরিপ্রার্থীদের কাছ থেকে এই টাকা তুলেছিলেন ।

বিচারপতি: কবে অন্যান্যদের জিজ্ঞসাবাদ করা হবে ? লোকসভা ভোটের পর ?

সিবিআই: না, না ৷ অনেককেই জিজ্ঞসাবাদ করা হয়েছে । বাকিদেরও করা হবে । কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে ।

বিচারপতি: তোমরা তো সেই কোর্টকেই কাঁচকলা দেখাচ্ছো ।

সিবিআই: টাকা তোলার তালিকায় অনেক মন্ত্রীরা যুক্ত রয়েছেন ।

বিচারপতি: রাজ্যের একাধিক মন্ত্রীর প্রচুর টাকা, যেখানে রাজ্যের অনেক সাধারণ মানুষ খেতে পায় না । কী তদন্ত হচ্ছে রিপোর্টে কিছু নেই ।

সিবিআইয়ের তদন্তে হতাশা প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামিকাল সিবিআইকে কেস ডায়েরি আনতে নির্দেশ দিয়েছে । মঙ্গলবার ফের এই মামলার শুনানি হয়েছে ।

Last Updated :Sep 18, 2023, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.