ETV Bharat / state

Calcutta High Court: অভিষেকের পর এবার শতরূপা ভট্টাচার্যের জামিন মামলা ফেরত পাঠালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

author img

By

Published : Jul 31, 2023, 2:03 PM IST

Updated : Jul 31, 2023, 2:19 PM IST

Calcutta High Court
Calcutta High Court

Justice Tirthankar Ghosh sends back Shatarupa Bhattacharya's bail plea: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার পর এ বার শতরূপা ভট্টাচার্যের জামিন মামলা ফেরত পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷

কলকাতা, 32 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলার পর এ বার মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যের জামিন সংক্রান্ত মামলা না শুনে প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । যদিও এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ফেরত পাঠালেও প্রধান বিচারপতি মামলাটি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চকেই শুনতে বলেন ।

প্রধান বিচারপতির কাছে পাঠানো হল মামলা: আপাতত মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানির এক্তিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি । সেই সিদ্ধান্তের জন্য মামলা প্রধান বিচারপতির কাছে পাঠালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

এক্তিয়ার নিয়ে প্রশ্ন: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ মামলার শুনানি চলাকালীনই ইডির পক্ষ থেকে দাবি করা হয় যে, এই মামলা শোনার এক্তিয়ার নেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । মামলার শুনানি হওয়া উচিত, বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চে । এরপরই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মামলার শুনানি এক্তিয়ারের সিদ্ধান্তের জন্য বিচারপতি ঘোষ মামলাটি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির কাছে । যেহেতু শতরূপা ও অভিষেকের দুটি মামলাই শিক্ষক দুর্নীতি সংক্রান্ত বিষয়, তাই শতরূপা ভট্টাচার্যের মামলার শুনানির এক্তিয়ারের বিষয়টিও সিদ্ধান্তের জন্য তিনি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন ।

আরও পড়ুন: মধ্যরাতে মানিককে জেলে জিজ্ঞাসাবাদ! মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এপিডিআরের

প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি মানিক ও তাঁর স্ত্রী-পুত্র: উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য গত বছর পুজোর পরপরই গ্রেফতার হন ইডির হাতে । শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিপুল আর্থিক দুর্নীতি সামনে আসার পর ইডি তাঁকে গ্রেফতার করে । পরে মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিক ভট্টাচার্য ও স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় ৷ তাঁরা মানিক ভট্টাচার্যের বিষয়ে সমস্ত কিছু জানা সত্ত্বেও অসহযোগিতা করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয় । বর্তমানে তাঁরা সবাই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি । কিছুদিন আগেই সেখান থেকে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন ।

Last Updated :Jul 31, 2023, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.