ETV Bharat / state

JU Student Protest: অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যাদবপুরের পড়ুয়াদের

author img

By

Published : Jan 19, 2023, 8:31 PM IST

তিন বছর ধরে হয়নি ছাত্র সংসদ নির্বাচন ৷ অবিলম্বে নির্বাচনের দাবিতে প্রতিবাদ মিছিল যাদবপুরের ইঞ্জিনিয়রিং বিভাগের পড়ুয়াদের (JU Student Union Election) ৷

ETV Bharat
ছাত্র সংসদ নির্বাচনের দাবি যাদবপুরের পড়ুয়াদের

কলকাতা, 19 জানুয়ারি: গত তিন বছর হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন । তাই অবিলম্বে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার করাতে যাদবপুরের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (FETSU) এর পক্ষ থেকে একটি মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল । এই বিষয়টিকে রাজ্যের তরফে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়ার চক্রান্ত হিসেবেই দেখছে ফেটসু নেতৃত্ব (JU Student Election) ৷

এই প্রসঙ্গে এদিন ফেটসু'র সভাপতি অরিত্র মজুমদার বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মান বজায় রাখতে এবং উন্নয়নের লক্ষ্যে সাধারণ ছাত্র-ছাত্রীদের সংগঠন বিভিন্ন সময় সরব হয়েছে । ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সরব হচ্ছে সেটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, টানা তিন বছর নির্বাচন না করিয়ে ৷ অবিলম্বে এই নির্বাচন করতে হবে ৷"

আরও পড়ুন: শিক্ষাই পারে সমাজকে আরও উন্মুক্ত করতে, যাদবপুর সমাবর্তনে বার্তা রাজ্যপালের

মূল ধারার রাজনৈতিক দলগুলিকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজস্ব পরিচালনায় ছাত্র সংসদের পক্ষে সওয়াল করেছে ফেটসু ৷ আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা আশা করছেন এক সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষ ও সরকারের তরফে তাঁদের এই দাবি নিয়ে কোনও বার্তা দেওয়া হবে ৷ তারপর তাঁরা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন ৷ ফেটসুর দাবি, 2017 সালেও স্টুডেন্টস ইউনিয়নগুলি তুলে দেওয়ার একটি চক্রান্ত করেছিল রাজ্য সরকার, লাগাতার বিক্ষোভ আন্দোলনের পর 2020 সালে সেই নির্বাচন হয় ৷ তারপর তা ফের বন্ধ ৷ প্রয়োজনে লড়াই করেই ছাত্ররা তাঁদের অধিকার বুঝে নেবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা (students demand union election at JU) ৷

আন্দোলনকারীদের নেতৃত্বের কথায়, "আমরা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লাগাতার তিন বছর বিক্ষোভ করে এবং আন্দোলন করে ছাত্র সংগঠনের ভোট ফিরিয়ে নিয়ে এসেছিলাম ৷ আমাদের আন্দোলনের কাছে হার মানতে হয়েছিল সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা জানেন লড়াই করে নিজেদের হক ছিনিয়ে নিতে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.