ETV Bharat / state

Teacher Recruitment Scam: ভাইফোঁটায় যমরাজের পুজো করলেন চাকরিপ্রার্থীরা !

author img

By

Published : Oct 27, 2022, 8:12 PM IST

শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির (Teacher Recruitment Scam) জেরে চাকরি মেলেনি ৷ ভাইফোঁটার (Bhai Phonta 2022) দিন তাই নিজেদের মৃত্যু কামনা করে যমরাজের পুজো (Yamraj Puja) করলেন চাকরিপ্রার্থীরা !

Job Seekers perform Yamraj Puja to protest Teacher Recruitment Scam on Bhai Phonta 2022
Teacher Recruitment Scam: ভাইফোঁটায় যমরাজের পুজো করলেন চাকরিপ্রার্থীরা !

কলকাতা, 27 অক্টোবর: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা (Bhai Phonta 2022) ৷ ভাইয়ের মঙ্গল কামনা করে আনন্দে নানা আয়োজন করেন বোনেরা ৷ উৎসবে মাতেন পরিবারের সকলে ৷ এমনই এক শুভ দিনে মৃত্যুর দেবতা যমরাজকে স্মরণ (Yamraj Puja) করলেন চাকরিপ্রার্থীরা ! তাঁরা জানিয়েছেন, নিজেদের মৃত্যু কামনা করেই এই পুজোর আয়োজন করেছেন !

রাজ্যের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক, শিক্ষাব্যবস্থার সর্বস্তরে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির (Teacher Recruitment Scam) অভিযোগ উঠেছে ৷ আদালতে রুজু হয়েছে একের পর এক মামলা ৷ চলছে তদন্ত ৷ টাকার পাহাড় থেকে রাশি রাশি সোনা, উদ্ধার হয়েছে অনেক কিছু ৷ এমনকী, এর জেরে তাবড় নেতা, মন্ত্রীদের জেল পর্যন্ত যেতে হয়েছে ৷ কিন্তু, এত কিছুর পরও দুর্দশা ঘোচেনি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের ৷ ছোট ছোট দলে ভাগ হয়ে দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় বসে আন্দোলন করে চলেছেন তাঁরা ৷

আরও পড়ুন: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মিষ্টিমুখ করিয়ে পাশে থাকার বার্তা দিলীপের

ধর্মতলা চত্বরে গান্ধিমূর্তির কাছেও এমন অবস্থান চলছে ৷ এমনই আন্দোলনকারীদের একটি দলের প্রতিনিধিরা জানালেন, তাঁরা যে পরীক্ষা দিয়েছিলেন, তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 2009 সালে ৷ লিখিত পরীক্ষা হয় 2010 সালে ৷ কিন্তু, বাম আমলে পরীক্ষা দেওয়ার কারণে পরবর্তীতে তাঁদের ফের পরীক্ষায় বসতে হয় ৷ তৃণমূল সরকারের জমানায় 2014 সালে পরীক্ষা দেন তাঁরা ৷ তার উপর ভিত্তি করে অন্য়ান্য জেলায় নিয়োগ হলেও আজ পর্যন্ত নিয়োগের আওতায় আসেননি দক্ষিণ 24 পরগনার পরীক্ষার্থীরা ৷

সরকারের এই বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে গত প্রায় একমাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ৷ অন্যদিকে, তাঁদের ধর্নাস্থলের ঠিক পাশেই বসে রয়েছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা ৷ বুধবার তাঁদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন বাম নেতা মহম্মদ সেলিম ৷ তাঁর উপস্থিতিতে ভাইফোঁটার উৎসব পালন করেন তাঁরা ৷ কিন্তু, দক্ষিণ 24 পরগনার চারিপ্রার্থীদের অভিযোগ, তাঁদের ধর্নাস্থলে কোনও নেতা আসছেন না ৷ তাই এবার নিজেদের মৃত্যু কামনা করে যমরাজের পুজো করলেন তাঁরা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.