ETV Bharat / state

Jadavpur University: রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চাইলেন যাদবপুরের উপাচার্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 12:14 PM IST

Jadavpur University
Jadavpur University

Jadavpur University VC Wants Security: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য বুদ্ধদেব সাউ রাজ্য সরকারের কাছ থেকে নিরাপত্তা চেয়েছেন ৷ তাঁর নিরাপত্তার বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: এবার রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চাইলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য বুদ্ধদেব সাউ । উপাচার্য হিসাবে যে সমস্ত নিরাপত্তা তাঁর প্রাপ্য সেইগুলি রাজ্য সরকারের কাছে চাইলেন তিনি । যদিও উপাচার্যের দাবি, নিরাপত্তা আগেই চেয়েছেন, তবে এখনও তেমন কিছু দেখা যাচ্ছে না । তাই রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ফের ওঁর নিরাপত্তার দিকটা দেখার নির্দেশ দিয়েছেন ।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ মহা-মঙ্গলবার । জোড়া বৈঠকের ডাক দেওয়া হয়েছে ক্যাম্পাসে । সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল অলস্টেক হোল্ডারদের বৈঠক । তারপর দুপুর আড়াইটে থেকে কর্মসমিতির বৈঠক রয়েছে । যদিও 10টা থেকে অলস্টেক হোল্ডারদের বৈঠক হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে, তা এখনও শুরু হয়নি ।

বরং এই বৈঠক নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে । অনিচ্ছা সত্ত্বেও এই অলস্টেক হোল্ডারদের বৈঠক ডেকেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । তাই সেই বৈঠকে তিনি উপস্থিত থাকছেন না । উপাচার্য বলেন, "এমন অলস্টেক হোল্ডার বৈঠক করে কোনও লাভ হয় বলে আমার জানা নেই । আমি একটা কমিটি তৈরি করে দিয়েছিলাম । তাঁরা দেখভাল করবে । তাঁরা আমায় রিপোর্ট দেবে । কিন্তু এই সব কিছু পিছিয়ে দিয়ে অলস্টেক হোল্ডারের বৈঠকের কোনও কারণ আমি দেখছি না । তাই এই বৈঠকে আমার থাকার প্রয়োজন নেই ।"

তাই সহ-উপাচার্য অমিতাভ দত্ত এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর উপস্থিতিতেই হবে এ দিনের অলস্টেক হোল্ডার বৈঠক ।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় রাজভবনের জরুরি তলব পান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ । রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক করেন তিনি । ইউজিসির পাঠানো রিপোর্ট থেকে ইসি বৈঠকে আলোচ্য বিষয়, সবকিছু নিয়েই দু’পক্ষের মধ্যে কথা হয় । সেই বৈঠকে আচার্যকে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের দিয়ে নিরাপত্তা দেওয়ার বদলে অন্য কিছুর ভাবার আর্জিও জানিয়েছেন যাদবপুরের উপাচার্য । এছাড়াও ক্যাম্পাসে তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছেন সেকথাও আচার্যকে জানিয়েছিলেন বুদ্ধদেব সাউ ।

আরও পড়ুন: ব়্যাগিংয়ের শিকার যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, রাজ্যপালের কাছে অভিযোগ বুদ্ধদেব সাউয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.