ETV Bharat / state

নষ্ট হচ্ছে ভাবমূর্তি, নিজেকে গুটিয়ে নিচ্ছেন 'অভিমানী' অভিষেক!

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 4:44 PM IST

Abhishek Banerjee : 2024 লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় ? এমনই প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 31 ডিসেম্বর: অভিমানী অভিষেক বন্দ্যোপাধ্যায় ! বঙ্গ রাজনীতিতে তাঁকে নিয়ে এমনই নানান জল্পনা তৈরি হয়েছে ৷ যদিও শাসকদলের ছোট, বড়, মেজো, কোনও নেতাই সরাসরি প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলছেন না ৷ সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে দলের একাংশের ভূমিকায় খুশি নন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ আর তাই নিজেকে এই মুহূর্তে কিছুটা গুটিয়ে নিতে চাইছেন অভিষেক ৷

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান তৃণমূলের দু’নম্বর ৷ কিন্তু, হঠাৎ কেন এ ধরনের জল্পনা রাজনৈতিক মহলে, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূলের কয়েকজন শীর্ষনেতা ৷ তাঁদের মধ্যে ছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, তাপস রায় এবং পার্থ ভৌমিক-সহ আরও অনেকে ৷ জানা যাচ্ছে, তাঁদের তরফে অভিষেকে বর্তমান পরিস্থিতিতে আরও সক্রিয়ভাবে লড়াইয়ে নামার পরামর্শ দেওয়া হয় ৷

কিন্তু, তিনি নাকি আপাতত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই সীমাবদ্ধ থাকার কথা জানিয়েছেন কুণাল-সহ বাকিদের ৷ সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন, দলের ভিতরে কিছু নীতিগত সমস্যা হচ্ছে ৷ তা না মিটলে তাঁর পক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব নয় ৷ এমনকি অভিষেকপন্থী নেতারাও সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে মুখ খুলতে চায়নি ৷ কিন্তু বিভিন্ন সূত্র থেকে পাওয়ার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে অভিষেক খুব একটা খুশি নন ৷

নব জোয়ার থেকে শুরু করে রাজভবনের সামনে ধরনা, পর্যন্ত একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে আন্দোলন শুরু করেছিলেন তিনি ৷ লোকসভা নির্বাচনের আগে সেই আন্দোলনকে নতুন মাত্রা দিতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ আগামী নির্বাচনের আগে এই নিয়ে একটা বড় সভা করার কথাও তিনি ভেবেছিলেন ৷ কিন্তু বাস্তবে তা হয়নি ৷ দুর্গাপুজোর পর আন্দোলনে ঝাঁঝ বাড়ানোর কথা ঘোষণা করলেও, তৃণমূল স্তরে কেন্দ্রের বকেয়া ইস্যুতে ঝাঁপিয়ে পড়েনি নেতা-নেত্রীরা ৷ কেন্দ্রের বঞ্চনাকে সেভাবে বড় ইস্যু করে তুলতে পারেনি তৃণমূলের নেতারা ৷ দলের একাংশের এই ঢিলেঢালা মনোভাবের জন্যই এমনটা হচ্ছে বলে, মনে করছেন অভিষেক ৷

এখানেই শেষ নয়, বিভিন্ন সভায় অভিষেককে মানুষের অভাব-অভিযোগ মেটানোর প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছিল ৷ সেই অভাব-অভিযোগগুলি মেটানোর ক্ষেত্রে প্রশাসনের একটা অংশের মধ্যে ঢিলেঢালা মনোভাব রয়েছে বলে অভিযোগ ৷ এক্ষেত্রে মানুষকে কথা দেওয়ার পরেও, তিনি সেই কথা রাখতে পারছেন না ৷ যা ভালোভাবে নেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

উদাহরণ হিসাবে একটি ঘটনার কথা শোনা যাচ্ছে ৷ সূত্রের দাবি অনুযায়ী, ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচনে ধূপগুড়ির মানুষকে 31 ডিসেম্বরের মধ্যে নতুন মহাকুমার তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক ৷ কিন্তু, সেই প্রক্রিয়া অনেকদূর এগিয়ে গেলেও, মহাকুমা তৈরি কাজ এখনও শেষ হয়নি ৷ এর ফলে বিভিন্ন ক্ষেত্রে তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন অভিষেক ৷

তাই আপাতত তিনি নিজের নির্বাচনী ক্ষেত্রেই মনোনিবেশ করতে চাইছেন ৷ সঙ্গে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁকে কোনও দায়িত্ব দেন, তা তিনি পালন করবেন ৷ কিন্তু, লোকসভা নির্বাচনের আগে অভিষেকের এই অভিমান নির্বাচনী ফলাফলে কোনও প্রভাব ফেলবে না তো ? সেই প্রশ্নটাই এখন তৃণমূলের একাংশে ঘোরা ফেরা করছে ৷

আরও পড়ুন:

  1. সময় অপচয় না করে সবার একসঙ্গে কাজ করা উচিত, ‘ইন্ডিয়া’ ব্লক নিয়ে মন্তব্য অভিষেকের
  2. বঙ্গ-রাজনীতি 2023: অভিষেকের নবজোয়ার থেকে শাহের টার্গেট 35 ও হিংসাদীর্ণ পঞ্চায়েত ভোট
  3. 'তৃণমূল বিধায়কদের বাড়িতে নগদ না রাখার নির্দেশ ‘ভাইপো’র পিএের,' দাবি শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.