ETV Bharat / state

Internet Service to Remain Suspended: হাওড়া গ্রামীণ ও সিটি পুলিশ এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

author img

By

Published : Jun 10, 2022, 10:45 PM IST

Updated : Jun 11, 2022, 6:24 AM IST

Howrah Protest news
হাওড়া গ্রামীন এবং হাওড়া সিটি পুলিশ এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

বৃহস্পতিবারের পর শুক্রবারও হাওড়া কোনা এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে হাওড়া ডোমজুড়, সলপ এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে (Howrah Protest) ৷ শুক্রবার ভবানী ভবনে এক বৈঠকে স্থির হয় শুক্রবার সন্ধ্যে থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত হাওড়ার একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ।

কলকাতা, 10 জুন : সম্প্রতি বিজেপি নেত্রী দিল্লিতে বিতর্কিত মন্তব্যের রেশ পড়েছে এ রাজ্যের বিভিন্ন এলাকায় । বৃহস্পতিবারের পর শুক্রবারও হাওড়া কোনা এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে হাওড়া ডোমজুড়, সলপ এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে । ফলে এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শুক্রবার ভবানী ভবনে একটি বৈঠক করেন (internet service to remain suspended in howrah district under police jurisdiction till 13th june 6 am)। সেখানেই স্থির হয় শুক্রবার সন্ধ্যে থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত হাওড়ার একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ।

ওই এলাকায় যাতে কোনও ভুয়ো ভিডিও ইন্টারনেটের মাধ্যমে এলাকায় কোনও হিংসা সৃষ্টি না-হয় এবং পাশাপাশি ওই এলাকায় যাতে আইনশৃঙ্খলা ঠিকঠাক থাকে তার জন্য এই সিদ্ধান্ত । কিন্তু ফোন বা এসএমএসের উপর ওই এলাকায় কোনও বিধিনিষেধ নেই বলেই জানা গিয়েছে ।

আরও পড়ুন : হজরত মহম্মদের অপমানের প্রতিবাদে সাম্প্রদায়িক অস্থিরতায় বিপর্যস্ত হাওড়ার জনজীবন

ভবানী ভবন সূত্রের খবর, হাওড়ার একাধিক জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হয় । এদিন বিকাল থেকে ডোমজুর, সলপ এলাকার একাংশে নতুন করে উত্তেজনা ছড়ায় । এদিনও জাতীয় সরক দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয় । ফলে ব্যপক যানযটের সৃষ্টি হয় । পরে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি এবং হাওড়া গ্রামীণ এলাকার বিশাল পুলিশ বাহিনী । নামানো হয় র‍্যাফ । পরে রাত 9টা নাগাদ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

Last Updated :Jun 11, 2022, 6:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.