ETV Bharat / state

West Bengal Weather Update: নবমীতে মেঘলা, দশমী-একাদশী বৃষ্টিতে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 9:11 AM IST

ETV Bharat
দুর্গাপুজোয় নবমীতে মেঘলা আকাশ

এবার পুজো শরতে হলেও কার্তিক মাসে পড়েছে ৷ এদিকে পুজোর আগে আগেই বর্ষা বিদায় নিয়েছে ৷ তবে নিম্নচাপ পিছু ছাড়েনি ৷ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ তাই আকাশের মুখ ভার থাকবে ৷

কলকাতা, 22 অক্টোবর: আজ মহা অষ্টমী ৷ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ তবে ঘনীভূত নিম্নচাপের কারণে আগামিকাল এবং পরশু অর্থাৎ নবমী ও দশমীতে হালকা বৃষ্টিতে কিছুটা তাল কাটতে পারে ৷

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশের অঞ্চলে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল ৷ পরে তা থেকে নিম্নচাপের সৃষ্টি হয়। আজ শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ এবং ফের বাঁক নিয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ উপকূলের দিকে যাবে ৷ এর প্রভাব উত্তরবঙ্গে আগামিকাল পর্যন্ত পড়ার কোনও সম্ভাবনা নেই ৷ নবমী পর্যন্ত খটখটে আবহাওয়াই থাকবে ৷ দশমীতে মালদা জেলা এবং একাদশীতে মালদা-সহ উত্তরদিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দ্বাদশী থেকে ফের শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে ৷

দক্ষিণবঙ্গে আজ পর্যন্ত নিম্নচাপের প্রভাব পড়বে না ৷ নবমীতে অর্থাৎ আগামিকাল উপকুলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে ৷ পরশু দশমী এবং তারপর একাদশীতেও উপকূল সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ওই দুইদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

26 অক্টোবর দ্বাদশী থেকে ফের শুকনো আবহাওয়া ফিরবে ৷ ইতিমধ্যে দিনের বেলা রৌদ্রজ্জ্বল থাকলেও সন্ধ্যা এবং রাতের দিকে আবহাওয়া বেশ ঠান্ডা থাকছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে 25 ডিগ্রির নীচে নামতে শুরু করেছে ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ এবং সর্বনিম্ন 45 শতাংশ ৷ রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 25 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: 'ওদের মন্ত্রী আছে, বিখ্যাত ফুটবলার এনে দর্শক টানতে হচ্ছে', সুজিত-অরূপদের কটাক্ষ কল্যাণের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.