ETV Bharat / state

West Bengal Weather Forecast: বৃষ্টি কমেছে, ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 10:53 AM IST

Updated : Sep 11, 2023, 11:32 AM IST

Etv Bharat
ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরের উপর আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । সেটি দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । যার প্রভাবে 13 সেপ্টেম্বর থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৷

কলকাতা, 11 সেপ্টেম্বর: সপ্তাহের শেষে বিশ্বকর্মা পুজো। আর মাস খানেক বাদে দুর্গাপুজো। শরতের আকাশ মানেই পেঁজা তুলোর মতো মেঘ ৷ কিন্তু চলতি বছরে এখনও বঙ্গবাসী সেই দৃষ্টি সুখ থেক বঞ্চিত ৷ বদলে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে অস্বস্তিতে পড়তে হচ্ছে। কখনও রোদ কখনও মেঘ এবং কখনও আবার বৃষ্টি। আবহাওয়ার খামখেয়ালিপনায় পুজোর আবহ জমেও যেন জমছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ।

গত কয়েকদিনে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ফিরে এসেছে। মঙ্গলবার পর্যন্ত এই আর্দ্রতাজনিত গরম চলবে । দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । মেঘ যেখানে জমছে সেখানেই বৃষ্টি চলছে। আগামী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকতে পারে। কলকাতার ক্ষেত্রেও একই পরিস্থিতি থাকবে।

তাহলে কি ভাদ্রমাসের ভ্যাপসা গরমে জনজীবনকে নাজেহাল হতে হবে ? হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার উপর অবস্থান করছিল। সেটি আরও সরে গিয়েছে। বঙ্গোপসাগরের উপর আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সেটি দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়েছে । তার প্রভাবে 13 সেপ্টেম্বর থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৷ মানে চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টি হতে পারে ।

অপরদিকে উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরেও বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি কমেছে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । চলতি বছরে উত্তরবঙ্গে প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে । ঘাটতি সেভাবে নেই। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি 30 শতাংশের কাছাকাছি ।

আরও পড়ুন: কোন রাশিতে বিবাহযোগ রয়েছে, জেনে নিন

রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 এক ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি সেভাবে হয়নি । আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।

Last Updated :Sep 11, 2023, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.