ETV Bharat / state

বড়দিনের আগে উধাও শীত! সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রির আশেপাশে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 7:05 AM IST

Updated : Dec 23, 2023, 10:43 AM IST

Etv Bharat
Etv Bharat

West Bengal Weather Forecast: দু‘দিন পরেই বড়দিনের উৎসবে মেতে উঠবে নগরবাসী ৷ বড়দিন মানেই শীতের হিমেল হাওয়া গায়ে মেখে শহরের ইতিউতি ঘুরে বেড়ানো ৷ কিন্তু এই বছর শীতের কামড় থেকে বঞ্চিত হতে চলেছেন নগরবাসী ৷ এমনটা জানিয়েছে আবহাওয়া দফতর ৷

কলকাতা, 23 ডিসেম্বর: বড় দিনের আগে উধাও শীত ৷ বিগত কয়েকবছর ধরেই বড়দিনের আবহাওয়া উষ্ণ থাকছে ৷ এই বছর আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাস ছিল বড়দিনে ঠান্ডার দাপট কমবে ৷ সেই মতই খ্রিষ্টমাসের আগে কমল ঠান্ডা ৷ ঠান্ডা কমার জন্য আবহাওয়াবিদরা বঙ্গের প্রকৃতিগত অবস্থানকে বেশি দায়ি করেছেন ৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার মাঝখানে বাংলা । তাই টানা ঠান্ডা থাকবে না এই রাজ্যে ৷ নিম্নচাপ কিংবা পশ্চিমী ঝঞ্ঝা ঠান্ডার অবাধ অবস্থানে বাধা সৃষ্টি করবে।

চলতি বছর শীতের শুরুতেই বেশ জোর কদমে ব্যাটিং করছে ঠান্ডা ৷ তবে বেশ কয়েকদিন ধরেই 'টুকুর টুকুর ব্যাটিং' করছে ঠান্ডা ৷ এরফলে সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুই দিনে 2-3 ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার 25 ডিসেম্বর বড়দিনে পারদ 17 ডিগ্রিতে পৌঁছতে পারে । শীত উধাত্ত হবে এমন নয়, তবে হাড় কাঁপানো ঠান্ডা কমবে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির পরিমাণ বাড়বে । বৃষ্টি না-হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে ।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। সেখানেও পারদ 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে ৷ ফলে বড়দিনের ঠান্ডার আমেজ থেকে বঞ্চিত হবেন আমজনতা ৷ তবে এই পরিস্থিতি বছরের শেষ দিন পর্যন্ত চলবে কি না তা হাওয়া অফিস এখনই বলতে রাজি নয়। শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ফের স্বাভাবিকের উপরে চলে যেতে শুরু করেছে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 93 শতাংশ । শনিবারের ভোর কুয়াশাচ্ছন্ন হলেও দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা মিথুনের, বিবাহের যোগ কোন রাশির জানুন রাশিফলে
  2. মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, খেয়াল রাখে হৃদয়েরও; অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ডার্ক চকলেটের হাজারো গুণ
  3. আপনার মুখের সৌন্দর্য কেড়ে নিতে পারে ব্রণর সমস্যা, এই পদ্ধতিতে চিকিৎসা করুন
Last Updated :Dec 23, 2023, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.