ETV Bharat / state

WB Weather Update: শহরে জুড়ে শুরু বৃষ্টি, চলবে আগামিকাল পর্যন্ত

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 9:06 AM IST

Updated : Oct 4, 2023, 9:49 AM IST

আসন্ন শারদোৎসবে বৃষ্টি অসুরের ভূমিকা নেবে কি না তা 12 তারিখ নাগাদ জানা যাবে ৷ তবে নিম্নচাপের বৃষ্টির জেরে মরশুমে বৃষ্টির যে ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে ৷ এল নিনোর বছ হওয়া সত্ত্বেও শেষ বর্ষায় বৃষ্টির এই পারফরম্যান্সে আশার আলো হাওয়া অফিসের আধিকারিকদের মধ্যে ।

Etv Bharat
Etv Bharat

আরও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

কলকাতা, 4 সেপ্টেম্বর: নিম্নচাপের প্রভাবে বেশ কয়েটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে । তার প্রভাবে ইতিমধ্যই কলকাতায় হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ আগামিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানা গিয়েছে ।

এই প্রসঙ্গেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধির্কতা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "নিম্নচাপ বর্তমানে দক্ষিণ ঝড়খণ্ডের উপর অবস্থান করেছে ৷ তার প্রভাবে আগামিকাল পর্যন্ত ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে । পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । নিম্নচাপ আজ রাজ্যের কাছে আসবে। ফলে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে । 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কমবে ।"

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামিকাল পর্যন্ত সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে । আজ মালদা এবং দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । আগামিকাল আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর ৷ এই বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা এবং নদীর জল স্তর বৃদ্ধি পাবে ।

আরও পড়ুন: গ্রহের অবস্থান অনুযায়ী আজ লাভ লাইফ কোন দিকে মোড় নেবে ?

সোমবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95 শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 13.1 মিলিমিটার। আজ বুধবার দিনের আকাশ সাধারণত মেঘলা । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

Last Updated :Oct 4, 2023, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.