ETV Bharat / state

অন্ধ্র উপকূলে চোখ রাঙাচ্ছে 'মিগজাউম', বঙ্গে আগামী তিনদিন হালকা বৃষ্টির সম্ভাবনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 7:20 AM IST

Updated : Dec 5, 2023, 10:22 AM IST

WB Weather Forecast
অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় মিগজাউম

WB Weather Forecast: ঘূর্ণিঝড় মিগজ়াউমের আছড়ে পড়ার আগেই লণ্ডভণ্ড দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলি । ভাসছে চেন্নাই সহ বহু রাজ্য । দুর্যোগ-পরিস্থিতিতে দু’দিনের ছুটি ঘোষণা করে দিয়েছে তামিলনাড়ু সরকার । প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশেও। একের পর এক বিমান ও ট্রেন বাতিল হচ্ছে । কতটা দুর্যোগে বাংলা!

মিগজাউমের প্রভাবে বঙ্গে আগামী তিনদিন হালকা বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, 5 ডিসেম্বর: পূর্বাভাস মতই দেশের দক্ষিণভাগের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। ওড়িশা উপকূল পেরিয়ে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি পড়বে না বলে আবহাওয়া দফতর সূত্রের খবর ৷ মিগজাউমের প্রভাবে আপাতত বঙ্গে আকাশ মেঘলা থাকাবে ৷ পাশাপাশি আগামী তিন দিন হালকা বৃষ্টির পূর্বাভাস মিলেছে হাওয়া অফিস সূত্রে ৷ তবে ঘূর্ণিঝড় 'মিগজাউম'-এর প্রভাব বঙ্গে খুব একটা না পড়ায় আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকেও কোনও সতর্কতা জারি হয়নি।

হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘূর্ণিঝড় মিগজাউমের অবস্থান 90 কিলোমিটার পূর্ব ও পূর্ব-উত্তর চেন্নাইয়ে ৷ ঘূর্ণিঝড়টি আজ ডিসেম্বর বিকেল চারটের সময় অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ৷ তবেএই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব আমাদের রাজ্যে পড়বে না ৷"

কিন্তু কোনও প্রভাবই কি পড়বে না ? আবহাওয়া দফতরের পক্ষ থেকে সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘূর্ণিঝড়ের কারণে আমাদের এখানে মেঘ ঢোকা শুরু হয়ে গিয়েছে । এর ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে এবং সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন নেই। যেমন বাড়ছে তেমনই বাড়বে ৷" তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । পাশাপাশি কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আকাশ মেঘলা থাকবে । উপকূলবর্তী তিন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবাহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । তিনি আরও জানান আগামিকাল 6 ডিসেম্বর থেকে 'মিগজাউম'-এর দাপট কমবে ।

তার প্রভাবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । বাকি জেলাগুলিতেও খুব হালকা বৃষ্টি হবে । পরশু দিন 7 ডিসেম্বর একই রকম বৃষ্টি পরিস্থিতি থাকবে দক্ষিনবঙ্গে। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে ৷ ফসলের ক্ষতি হওয়া থেকে বাঁচতে কৃষকদের 7 ডিসেম্বরের পর থেকে আলুর বীজবপনের পরামর্শ দিয়েছেন আবহায়াবিদরা ৷

সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ । আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে । কয়েক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৷

আরও পড়ুন:

  1. স্টাইল ও রুচিবোধের কারণে প্রশংসা কুড়োবেন কারা, জানুন রাশিফলে
  2. শীত এলেই গোড়ালি ফাটতে শুরু করে ! জেনে নিন দ্রুত মুক্তির উপায়
  3. ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে চান ? মুখে আনারসের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন
Last Updated :Dec 5, 2023, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.