ETV Bharat / state

West Bengal Weather Update: বৃষ্টিহীন দক্ষিণ, জুলাইয়ে ভরা বর্ষায় আকাশ শুধুই মেঘলা

author img

By

Published : Jul 9, 2022, 7:04 AM IST

জুনে উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে তেমন একটা বৃষ্টি হয়নি ৷ জুলাইয়ের প্রথম হপ্তাতেও একই অবস্থা ৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামী 4-5 দিন এমনটাই থাকবে ৷ ছোট ছোট সময়ে বৃষ্টি হবে দুই বঙ্গে (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon
দক্ষিণে বর্ষার দেখা নেই

কলকাতা, 9 জুলাই: নীল আকাশে সাদা মেঘের নৌকা দিনভর ভেসে বেড়ায় । মাঝে মাঝে উটকো কালো মেঘ আকাশ ঢেকে ক্ষণিকের বৃষ্টি নামায় । তারপর ফের একই ছবি খেলা করে আকাশজুড়ে । ভরা বর্ষায় আজব হাওয়া। রোদের তাপ এতটাই তীব্র যে কিছুক্ষণ দাঁড়ালেই পুড়ে যাওয়ার অনুভূতি । সাধারণত দক্ষিণবঙ্গে জুলাই মাসে বেশি বৃষ্টি হয় । কিন্তু জুনের পরে জুলাইতেও বৃষ্টির খামতি চলছেই (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with rain likely to occur) । অথচ জুলাইতে গড়ে 376.7 মিলিমিটার বৃষ্টি পায় দক্ষিণ । অথচ এবছর এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে 84.1 মিলিমিটার ।

গত শনিবার 44.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এখনও অবধি সর্বোচ্চ । বাকি বৃষ্টি মাঝের ছ'দিনে । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, "দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টি বহুদূরে । গত পাঁচ দিন ধরে দুর্বল মৌসুমী বায়ুর প্রভাব চলছে । বৃষ্টি হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরের উপর । তার জন্য দুই বঙ্গে বৃষ্টি অধরা । একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে । আমাদের রাজ্য থেকে এই ঘূর্ণাবর্ত অনেক দূরে ৷ এছাড়া মৌসুমী অক্ষরেখা অনেকটা দক্ষিণ দিকে । এই সবকিছু মিলিয়ে দক্ষিণ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না ।"

আগামী ক'দিনে বৃষ্টি হবে দক্ষিণে ? কী বলছেন আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস ?

আরও পড়ুন: অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে 15, স্থগিত অমরনাথ যাত্রা

হাওয়া অফিসের অধিকর্তা জানালেন, সক্রিয় মৌসুমী বায়ু নেই বললেই চলে । আগামী 4-5 দিন হালকা বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ৷ তবে 5-10 মিনিটের । বেশিরভাগ সময়টাই আকাশ পরিষ্কার থাকবে । তবে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৷ 1 জুন থেকে আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলছে । শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33.7 ডিগ্রি এবং 27.7 ডিগ্রি সেলসিয়াস, দুটোই স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 89 শতাংশ ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.