ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, দক্ষিণে সঙ্গী অস্বস্তিকর গরম

author img

By

Published : Jul 12, 2023, 8:14 AM IST

ETV Bharat
বর্ষা

মঙ্গলবার থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে ৷ আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, তাতে বৃষ্টি বাধা হবে না ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত রাজ্যের উত্তরাংশে বৃষ্টি হবে ৷ তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷

কলকাতা, 12 জুলাই: পাহাড়ে বৃষ্টি ৷ সমতলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ৷ আপাতত বঙ্গে বৃষ্টি আর গরম মিলিয়ে মিশ্র আবহাওয়া চলবে ৷ ফলে দেশের উত্তর এবং মধ্যভাগে বৃষ্টি রূদ্ররূপ ধারণ করলেও এখনই বঙ্গে সেভাবে তার দেখা মিলছে না ৷ আগামী কয়েকদিনে তেমন সম্ভাবনাও বেশ কম ৷ এদিকে দেশের উত্তর ভারতে পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ৷ যমুনা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে ৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ তবে বুধবার পর্যন্ত উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে । এর ফলে উপরের পাঁচটি জেলায় ভূমিধস হতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ বৃহস্পতিবার, 13 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ আগামী 14 তারিখ মানে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে ৷ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷

অন্যদিকে, দক্ষিণবঙ্গে মূলত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ৷ কলকাতার আবহাওয়াও একইরকম ৷ ভরা বর্ষায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমই এখন তিলোত্তমাবাসীর সঙ্গী ৷ তবে ছিটেফোঁটা বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে ৷ প্রাণ ওষ্ঠাগত করা গরম আর পড়বে না ৷ তাপমাত্রা 35-36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: আজ কার ভাগ্যে উন্নতি যোগ, জানুন রাশিফলে

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85 শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ 67 শতাংশ ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি থাকবে বলে মনে করছে হাওয়া অফিস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.