ETV Bharat / state

West Bengal Weather Update: দেরিতে এসেও 'খেল' দেখাচ্ছে শীত, থরথরিয়ে কাঁপছে বাংলা

author img

By

Published : Jan 8, 2023, 6:56 AM IST

Updated : Jan 8, 2023, 7:37 AM IST

আসি না আসি না করেও এসেছে শীত ৷ বঙ্গ এখন কাঁপছে ৷ কলকাতায় তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমেছে ৷ পশ্চিমের ও উত্তরের জেলাগুলিতে আরও কমে কোথাও 7 ডিগ্রি, কোথাও 9 ডিগ্রিতে ৷ এরকমটাই থাকবে আরও বেশ কিছুদিন, জানিয়েছে হাওয়া অফিস (IMD Kolkata West Bengal Winter Forecast) ৷

Winter
শীত

শীত এসেছে দুয়ারে, কী বললেন আলিপুর হাওয়া অফিসের আধিকারিক গণেশচন্দ্র দাস ?

কলকাতা, 8 জানুয়ারি: অঘোরে ঘুমিয়ে শীত । শীতের পথ, পথের শীত ৷ চলতি সপ্তাহটা যেন শীত মনভরানো ৷ সর্বনিম্ন তাপমাত্রা দশের ঘরের প্রবেশ করে স্থায়ী হয়নি ৷ সামান্য বেড়েছে সপ্তাহান্তে ৷ তবে নতুন বছরের প্রথম সপ্তাহে শীতের কামড় স্মৃতিজড়ানো । পুরনো শীতের নথিতে টান দিচ্ছেন পরিসংখ্যানবিদরা ৷ পারদ নামার রেকর্ড দেখছেন তাঁরা ৷ অঘোরে ঘুমিয়ে শীত ৷ শীতের পথ, পথের শীত ৷ প্রবল শীত রাজ্যজুড়ে ৷ পুরুলিয়া আর দার্জিলিং একবিন্দুতে ৷ 10-11 ডিগ্রির মধ্যেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা । সঙ্গে উত্তুরে হাওয়া কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা ৷ আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ক’দিন এমনই হাড়কাঁপানো ঠান্ডা পড়বে বাংলায় ৷ শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল 10 ডিগ্রির ঘরে ৷ এদিন এই মরশুমের শীতলতম দিন ৷ শনিবার শহরে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী ৷ তবে কনকনে ঠান্ডার দাপট কমেনি (West Bengal Winter Update) ৷

আলিপুর হাওয়া অফিসের আধিকারিক গণেশচন্দ্র দাস বলেন, "আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হবে না ৷ অর্থাৎ ঠান্ডা যেমন রয়েছে, সেরকম থাকবে ৷ রাজ্যে তাপমাত্রা 1 ডিগ্রি ওঠা-নামা করলেও ঠান্ডা যা রয়েছে, সেই ঠান্ডার আমেজটা ভালোরকম বজায় থাকবে আরও কয়েকদিন ৷ কলকাতার ক্ষেত্রে আগামী তিন দিন রাতের তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং দিনের তাপমাত্রা 23-24 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷" দক্ষিণবঙ্গের শীতের দাপটকে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গও ৷ হাওয়া অফিসের অধিকর্তা বলছেন, "উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর এবং মালদাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে থাকবে এবং কুয়াশাও ৷ পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা কুয়াশা তো কোথাও ঘন কুয়াশা ৷ রাতের তাপমাত্রা 2-1 ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে ৷"

আরও পড়ুন: গ্রহ নক্ষত্রের অবস্থানে ভাগ্য সহায় কাদের, জানুন রাশিফলে

শনিবার কলকাতা শহর এবং তার আশপাশে অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা 22.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম ৷ ভোরের কুয়াশা কেটে যেতেই কনকনে শীত টের পাওয়া যাচ্ছে দিনভর ৷ আজ রবিবার কলকাতার ভোর কুয়াশাচ্ছন্ন হলেও দিনে রোদ উঠবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 ডিগ্রি ও 11 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ সূর্য ডুবতেই ঠান্ডার অনুভুতিটা তীব্র হচ্ছে ৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3-5 ডিগ্রি কম থাকছে ৷ শনিবার পুরুলিয়ায় তাপমাত্রা সবচেয়ে কম । পশ্চিমাঞ্চলের এই জেলায় পারদ নেমেছে 7 ডিগ্রি সেলসিয়াসে ৷ একই তাপমাত্রা আবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ৷ ফলে পশ্চিমের পুরুলিয়া পারদ পতনের নিত্তিতে উত্তরের দার্জিলিংয়ের সঙ্গে এক বিন্দুতে ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রির ঘরে ৷ সেখানে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.4 ডিগ্রি সেলসিয়াস ৷

মুর্শিদাবাদের বহরমপুরে পারদ নেমেছে 11 ডিগ্রিতে ৷ বর্ধমানেও জাঁকিয়ে শীত পড়েছে ৷ এই জেলায় শনিবার তাপমাত্রা পারদ নেমেছে 8.8 ডিগ্রি সেলসিয়াসে ৷ উত্তর 24 পরগনার ব্যারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি ৷ হাওড়ার উলুবেড়িয়াতে আবার তার চেয়ে 2 ডিগ্রি কম ৷ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারে শনিবারের তাপমাত্রা নেমেছে 11.3 ডিগ্রি সেলসিয়াস ৷ পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস ৷ তুলনায় শীত কম রয়েছে পূর্ব মেদিনীপুরে ৷ সেখানে তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রিতে ৷ নদিয়ার কল্যাণী আবার কড়া টক্কর দিয়েছে পুরুলিয়া এবং দার্জিলিংকে ৷ সেখানে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 8.2 ডিগ্রিতে ৷ হুগলির মগরায় পারদ নেমেছে 9 ডিগ্রি সেলসিয়াসে ৷ পশ্চিমের আরেক জেলা বাঁকুড়ায় শনিবারে তাপমাত্রার পারদ নেমেছিল 9.2 ডিগ্রিতে ৷ বীরভূম জেলার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 8.4 ডিগ্রিতে ৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে 8-10 ডিগ্রি সেলসিয়াসে ৷ শীত ঘুমিয়ে অঘোরে ৷ শীতের পথ, পথের শীত আপাতত চলবে ৷

আরও পড়ুন: মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙ্গে যায় ? এই বিষয়গুলি মাথায় রাখুন

Last Updated :Jan 8, 2023, 7:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.