ETV Bharat / state

West Bengal Weather Update: রাজ্য়ের বাতাসে জলীয় বাষ্প, আজ থেকে শীত আরও কমবে

author img

By

Published : Dec 23, 2022, 6:51 AM IST

Updated : Dec 23, 2022, 7:02 AM IST

Winter
ETV Bharat

বড়দিনে উৎসবের প্রস্তুতি তুঙ্গে ৷ কিন্তু 25 ডিসেম্বর ঠান্ডার আমেজ উধাও, জানাচ্ছে হাওয়া অফিস ৷ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয়বাষ্প বাড়ছে বাতাসে (IMD Kolkata Weather Update) ৷

শীত এলেও ঠান্ডা নেই, জানালেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 23 ডিসেম্বর: বাইশের বড়দিনও উষ্ণ, একুশের মতো ৷ আবহাওয়ায় সেই ইঙ্গিত দিচ্ছে ৷ দিনে গরম কাপড় না দিলেও চলছে ৷ সূর্যাস্তের পরে কিছুটা হলেও ঠান্ডা প্রভাব বাড়ছে ৷ তবে তা প্রত্যাশিত শীতের আবহ নয় ৷ আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত কয়েকদিন এরকম আবহাওয়া থাকবে বঙ্গে ৷ আগামী দু'দিন তাপমাত্রা 2 ডিগ্রি বৃদ্ধির কথা বলছে হাওয়া অফিস ৷ এছাড়া বিশেষ কোনও পরিবর্তন নেই (West Bengal Weather Winter Forecast) ৷

আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "ঠান্ডা যেরকম আছে এখন আপাতত দু'দিন তা বজায় থাকবে ৷ আগামিকাল 24 ডিসেম্বর থেকে তাপমাত্রা বাড়বে ৷ বড়দিনে তাপমাত্রা স্বাভাবিক থেকে একটু উপরে থাকবে ৷ তবে বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হলেও এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷" উত্তরবঙ্গে দুই দিনাজপুর, মালদায় ঘন কুয়াশা এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে ৷

দক্ষিণবঙ্গে আজ থেকে ভোরের দিকে মাঝারি কুয়াশা । বঙ্গোপসাগরে 24 ডিসেম্বর নাগাদ একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ৷ যার ফলে কিছু জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে প্রবেশ করছে ৷ তাই আগামিকাল থেকে রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে ৷ 28 তারিখ পর্যন্ত রাতের তাপমাত্রার ঊর্ধ্বমুখী হওয়া জারি থাকবে ৷

আরও পড়ুন: বড়দিনের আগে আজ পার্টির মেজাজে কাটবে কাদের, জানুন রাশিফলে

উত্তর ও দক্ষিণবঙ্গ- দু'জায়গাতে ভোরের দিকে ঘন কুয়াশা (Dense Fog in the morning) দেখা যাবে ৷ দুই দিনাজপুর আর মালদায় ঘন কুয়াশা থাকবে ৷ উত্তরবঙ্গের বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে ৷ 24 তারিখের পর কতটা পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে ঢুকছে, তার উপর দৃশ্যমানতা কমার বিষয়টি নির্ভর করবে, জানালেন উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ সর্বোচ্চ তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ, সর্বনিম্ন 42 শতাংশ ৷ শুক্রবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলায় রোদ উঠবে ৷ (Local forecast for Kolkata) সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated :Dec 23, 2022, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.