ETV Bharat / state

West Bengal Weather Update: দক্ষিণে চলবে বৃষ্টি, উত্তরে অতি ভারী বৃষ্টির সতর্কতা

author img

By

Published : Jun 29, 2023, 6:34 AM IST

Updated : Jun 29, 2023, 7:14 AM IST

ETV Bharat
রাজ্যে বর্ষা

দক্ষিণবঙ্গে আরও দু'দিন বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তারপর বৃষ্টির রেশ কিছুটা কমবে এবং তাপমাত্রা বাড়বে ৷ অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ প্রবল বৃষ্টিতে ধস নামতে পারে, দৃশ্যমানতা কমতে পারে, সতর্ক করেছে আলিপুর ৷

আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে বললেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 29 জুন: দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আরও দু'দিন ৷ চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি কমে গরম বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ এদিকে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হতে চলেছে উত্তরবঙ্গে ৷ রাজ্যজুড়ে বৃষ্টির এই পরিস্থিতি চলবে, কারণ রাজ্যে এখন বর্ষাকাল ৷

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটি নিম্নচাপ তৈরি হয়েছিল ৷ সেটি এখন মধ্যপ্রদেশের উত্তর-পূর্ব দিকে অবস্থান করছে ৷ এর সঙ্গে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ৷ এর জন্য দুই বঙ্গে বৃষ্টি হচ্ছে ৷ আগামী দু'দিনও এই পরিস্থিতি বজায় থাকবে ৷

দক্ষিণবঙ্গে এই দু'দিন প্রধানত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমানে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল 30 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ৷ আগামী দু'দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না ৷ তারপর দক্ষিণ বঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে ৷ উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা ৷ বিশেষত উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে ৷ ফলে ভূমিধসের শঙ্কা থাকছে ৷

আরও পড়ুন: উলটো রথে মনের মানুষের খোঁজ মিলবে কোন রাশির ভাগ্যে! জানুন রাশিফলে

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বুধবার দিনভর আকাশ মেঘলা ছিল ৷ বিভিন্ন জেলায় দিনে ও রাতে বিক্ষিপ্তভাবে কখনও হালকা থেকে মাঝারি, আবার কখনও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে । বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97 শতাংশ এবং সর্বনিম্ন 92 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 40.9 মিলিমিটার ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated :Jun 29, 2023, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.