ETV Bharat / state

West Bengal Weather Update : কাঠফাটা গরম থেকে রেহাই, পয়লা বৈশাখে ভিজবে দক্ষিণবঙ্গ

author img

By

Published : Apr 13, 2022, 7:09 AM IST

weather of west bengal
পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

যে হারে গরম বাড়ছে তাতে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে দক্ষিণবঙ্গবাসীর (West Bengal Weather Update) ৷ তবে আলিপুর আবহাওয়া অফিসের বৃষ্টির পূর্বাভাসে আশার আলো দেখছে বঙ্গবাসী ৷ বিকেল গড়াতেই আকাশ জুড়ে কালো মেঘ আর ঝমঝমিয়ে বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো দিন গুনছে মানুষ ৷

কলকাতা, 13 এপ্রিল : শীত বিদায় নেওয়ার পরেও উত্তর-পশ্চিম দিক থেকে ঢুকছে শুকনো বাতাস ৷ গরম বাড়লে ছোটনাগপুর মালভূমির উপর অনেকটা এলাকা জুড়ে নিম্নচাপ অঞ্চল তৈরি হয় । এই নিম্নচাপ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করে । এ বছর সর্বোচ্চ তাপমাত্রার ধারাবাহিকতার অভাবে নিম্নচাপ তৈরি হয়নি । ফলে এখনও কালবৈশাখীর দেখা নেই (Weather Update of Bengal)। মৌসম ভবন অবশ্য বলছে এবার পরিস্থিতি তৈরি হচ্ছে । দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে নিয়ম করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ।

আবহবিদরা মনে করছেন এবার বাকি জায়গাগুলিতেও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে । হাওয়া অফিসের এই ইঙ্গিতে আশায় বুক বাঁধছে দক্ষিণবঙ্গ । কারণ গরম ক্রমেই বেড়ে চলেছে । আকাশে হালকা মেঘের চাদর । তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলিসিয়াসে ঘোরাফেরা করলেও অনুভূতি হচ্ছে 40 ডিগ্রির । দুপুরে বাইরে বেরোলে গা পুড়ে যাচ্ছে । তবে বৈশাখের শুরুতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস (chances of rain in all over bengal) । বেশ কয়েকদিনের বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গ ৷ এবার পালা দক্ষিণবঙ্গেরও ৷ বৃহস্পতিবারই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ ফলে প্যাচপ্যাচে গরম আর তীব্র রোদের থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গবাসী ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 13th April : শেয়ার বাজারে কিংবা ফাটকার লেনদেনের বিষেয়ে সিদ্ধান্ত নিন নিরাপদে, এমনই ইঙ্গিত আপনার রাশিফলে

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বৃদ্ধি পেয়ে 23.8 ডিগ্রি সেলসিয়াসে ছিল । বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে । উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় গত কয়েকদিনের মত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আরও পড়ুন : Dev on Politics : যেদিন অন্য দলকে শত্রু ভাবব সেদিন রাজনীতি ছেড়ে দেব, মন্তব্য দেবের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.