ETV Bharat / state

West Bengal Weather Update : সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমবে না গরমের অস্বস্তি

author img

By

Published : May 20, 2022, 7:32 AM IST

Updated : May 20, 2022, 8:02 AM IST

Bengal Weather News
সন্ধ্যায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, কমছে না গরমের অস্বস্তি

ঘূর্ণিঝড় অশনির পর থেকে কলকাতার আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ছে ৷ প্রায়দিনই সন্ধ্যায় বৃষ্টির হওয়ায় তাপমাত্রার দাবদাহ অনেকটাই কেটে গিয়েছে ৷ তবে গরমের অস্বস্তি কাটছে না শুষ্ক আবহাওয়ার জেরে (West Bengal Weather Update) ৷

কলকাতা, 20 মে : দিনভর মেঘলা আকাশ আর সন্ধ্যায় ঝড়-বৃষ্টি এমনটাই বঙ্গে আবহাওয়া ৷ বলা যায়, ঘূর্ণিঝড় অশনির পর থেকে রাজ্যে এইরকমই আবহাওয়া ৷ তাই তাপমাত্রার তীব্রতা না থাকলেও বঙ্গবাসীকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতেই হচ্ছে ৷ তবে এইবার বঙ্গে বর্ষা আগে আসার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস ৷ তবে শুষ্ক আবহাওয়ার রাজ্যবাসীর অস্বস্তি বাড়তেই থাকবে (West Bengal Weather Update) ইঙ্গিত আবহাওয়া দফতরের ৷

বৃহস্পতিবার সারাটা দিন আকাশ ছিল মেঘলা । বঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ বিশেষত উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস । সেইমত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টি হয়েছে । এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হুগলি এবং কলকাতাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে । সঙ্গে ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টিতে তাপমাত্রার পারদের পতনে বড় ভূমিকা না থাকলেও আর্দ্রতা কমায় অস্বস্তি কমেছে রাজ্যবাসীর ।

আরও পড়ুন : West Bengal Weather Update : উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে চলবে প্রাক বর্ষার বৃষ্টি

ইতিমধ্যে মৌসুমী বায়ু আন্দামানে প্রবেশ করেছে ৷ শীঘ্রই দেশের দক্ষিণের রাজ্যগুলোতে প্রবেশের জোরালো ইঙ্গিত দিচ্ছে । কেরালায় চলতি মাসের শেষের দিকে মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষা প্রবেশ কবে বলেই খবর আবহাওয়া সূত্রে ৷ তারপরে বঙ্গে প্রবেশ করবে বর্ষা ৷ বৃহস্পতিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । শুক্রবার আকাশের মুখ ভার থাকবে । সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে। তাই বলা যায় মেঘলা আকাশ সন্ধ্যায় ঝড়-বৃষ্টিতে গরমের অস্বস্তি এখনই চলে যাচ্ছে না।

Last Updated :May 20, 2022, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.