ETV Bharat / state

Ganga Sagar Mela : বৃষ্টিতে ভিজবে গঙ্গাসাগর মেলা

author img

By

Published : Jan 7, 2022, 6:44 PM IST

গঙ্গাসাগর মেলায় বৃষ্টির পূর্বাভাষের কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস (Ganga Sagar Mela Weather Forecast) ৷

Ganga Sagar Mela 2022
বৃষ্টিতে ভিজবে গঙ্গাসাগর মেলা

কলকাতা, 7 জানুয়ারি : পৌষের শেষে বৃষ্টিতে ভিজবে রাজ্য । শুক্রবার এই পূর্বাভাস আবহাত্তয়া দফতরের । সেই পূর্বাভাষ অনুযায়ী গঙ্গাসাগর মেলা চলাকালীনও বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে (Ganga Sagar Mela Weather Forecast) ৷

আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বৃষ্টির আভাস থাকলেও আগামী 10 তারিখ পর্যন্ত দুই বঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে । 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি । বৃষ্টি হবে বেশিরভাগ জেলায় । 11 জানুয়ারি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হবে । 12, 13 এবং 14 জানুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে । উত্তরবঙ্গে সব জেলাগুলিতে 12 থেকে 14 জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে । কারণ পশ্চিমী ঝঞ্ঝা ৷ এই পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খণ্ডের দিক থেকে আসছে । এই ঝঞ্ঝা যত পূর্বদিকে এগোবে ততই বৃষ্টি বাড়বে । কলকাতা এবং শহরতলীতেও একই রকম পূর্বাভাস ।" আবহাওয়া দফতরে এই পূর্বাভাষের পর ধরেই নেওয়া হচ্ছে যে, গঙ্গাসাগর মেলাতেও বৃষ্টি হবে ৷

গঙ্গাসাগর মেলায় বৃষ্টির পূর্বাভাষ দিল আবহাওয়া অফিস

ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে । শুক্রবার তাপমাত্রা 14 ডিগ্রি ছুঁয়েছে । শনিবার আরও বাড়বে । উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের 12 থেকে 14 জানুয়ারি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । রাতের তাপমাত্রা দুই বঙ্গেই 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে । 12 থেকে 14 তারিখ কলকাতাতেও হালকা বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন : High Court On Gangasagar Mela : নজরদারিতে তিন সদস্যের কমিটি, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.