ETV Bharat / state

West Bengal Weather Update: বাড়বে গরম, বসন্তে আবহাওয়ার খামখেয়ালিপনার পূর্বাভাস

author img

By

Published : Feb 21, 2023, 6:46 AM IST

ETV Bharat
বাড়বে গরম

কেমন থাকবে আজকের আবহাওয়া ? বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি ? জানুন কী বলছে আলিপুর আবহাওয়া অফিস (Bengal Weather Update)৷

কেমন থাকবে আজ আবহাওয়া ? জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 21 ফেব্রুয়ারি: মেঘের চাদরে ঢাকা আকাশ নয় । দেখা দেবে রৌদ্রোজ্জ্বল আকাশ ৷ আর তাতেই বাড়বে গরম । ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ তথা ফাল্গুনের শুরুতেই গরম যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে প্রকৃত গ্রীষ্মকালে পারদ যে কত উঁচুতে উঠবে তা ভাবলেই ভয় হচ্ছে । যদিও আলিপুর আবহাওয়া অফিস সেভাবে আগাম গরম নিয়ে কোনও শব্দ ব্যয় করেনি । তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা এবার থেকে যে 20 ও 30 ডিগ্রির ঘরে প্রবেশ করবে তা জানিয়ে দিয়েছে (Weather Update of West Bengal)।

অর্থাৎ বসন্তে শীতের হালকা শিরশিরানি নয় বরং গরমের অস্বস্তি চোখ রাঙাবে । মরশুম বদলের এই সন্ধিক্ষণে অসুস্থতা সঙ্গী জনজীবনে । জ্বর-সর্দি-কাশিতে জেরবার সকলে । হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়ের কথায়,"আগামী পাঁচদিন রাতের তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই । কলকাতায় সোমবার তাপমাত্রা রেকর্ড হয়েছে 21 ডিগ্রির কাছাকাছি । এই তাপমাত্রা আগামী পাঁচদিন বজায় থাকবে ৷ দিনের তাপমাত্রা একটু একটু করে বাড়বে ফলে আরেকটু বেশি গরম অনুভূত হবে । এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্যান্য জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে । কলকাতার ক্ষেত্রেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । দিনের তাপমাত্রা মোটামুটি 32 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে । এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই । যা আছে সেটাই থাকবে আগামী পাঁচদিন । যে ঘূর্ণাবর্তটা ছত্তিশগড় আর ওড়িশার উপরে ছিল সেটা এখন একটু হ্রাস পেয়েছে । যার ফলে গরম একটু বেড়ে যাবে ।"

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ । আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 এবং 21 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : পেশায় অগ্রগতি বৃষের, বাকিদের ভাগ্যে কী আছে জানতে দেখুন রাশিফল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.