ETV Bharat / state

Monkeypox: স্মলপক্সের ভ্যাকসিন কতটা কার্যকর হবে মাঙ্কিপক্সের ক্ষেত্রে ?

author img

By

Published : Jul 27, 2022, 10:06 PM IST

Updated : Jul 29, 2022, 1:11 PM IST

Monkeypox
স্মলপক্সের ভ্যাকসিন কতটা কার্যকর মাঙ্কিপক্সের ক্ষেত্রে

মাঙ্কিপক্স ঘিরে ইতিমধ্যেই হু-এর পক্ষ থেকে সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে। আফ্রিকার পাশাপাশি ইউরোপেও ছড়িয়েছে এই রোগ। ভারতেও বেশ কিছুজনের শরীরে দেখা মিলেছে মাঙ্কিপক্সের ৷ তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর মেলেনি। তাই ভাইরাসকে রুখতে স্মলপক্সের ভ্যাকসিন কতটা কার্যকর তা জানালেন চিকিৎসকরা (How Effective Smallpox Vaccine Against Monkeypox) ৷

কলকাতা, 27 জুলাই: মাঙ্কিপক্সের থেকে রক্ষা পেতে অনুমোদন দেওয়া হচ্ছে স্মলপক্সের ভ্যাকসিনকে। তবে এই স্মলপক্সের ভ্যাকসিন যদি মাঙ্কিপক্সে আক্রান্ত কোনও ব্যক্তিকে দেওয়া হয় তাহলে কতটা কার্যকরী হবে সেই নিয়েই উঠেছিল প্রশ্ন। এর উত্তরে কী বলেলেন চিকিৎসকরা (How Effective Smallpox Vaccine Against Monkeypox) ?

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দোলুই জানিয়েছেন, এখন পক্সের ভাইরাস পৃথিবীর কোথাও নেই তবে ওই সমগোত্রীয় ভাইরাস লক্ষ্য করা যায়। তবে স্মল পক্সের যে টিকা সেটা বহুদিন ধরে দেওয়া হচ্ছে না। ফলে মানবদেহে অনাক্রম্যতার পরিমাণ কমতে শুরু করে। তবে নিজেকে সুরক্ষিত রাখতে স্মলপক্সের ভ্যাকসিন যদি মাঙ্কিপক্সের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে কোনও সমস্যা হবে না। যদি মাঙ্কিপক্স ও স্মলপক্সের মিলিতভাবে কোনও ভ্যাকসিন আনানো হয় সে ক্ষেত্রে অনেকটা কার্যকর হবে।

আরও পড়ুন: গবেষণায় মিলল মাঙ্কি পক্সের একাধিক নয়া লক্ষণ

তবে কীভাবে ছড়ায় এই মাঙ্কিপক্স? জানা যাচ্ছে মাঙ্কিপক্স মূলত ডিএনএ ভাইরাস। যা বন‍্য জীবজন্তুর থেকে ছড়াতে পারে। তবে যদি কোনও ব্যক্তি মাঙ্কিপক্স আক্রান্ত হন এবং সে অন্য কোনও ব্যক্তির সংস্পর্শে আসলে সে ক্ষেত্রে তাঁর শরীর থেকে নির্গত যে কোনও ফ্লুইডের মাধ্যমে মাঙ্কিপক্স অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে। তবে এটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে যৌনক্রিয়াতেই। যৌনক্রিয়ার মাধ্যমে খুব দ্রুত মাঙ্কিপক্স এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করছে।

স্মলপক্সের ভ্যাকসিন যদি মাঙ্কিপক্সে আক্রান্ত কোনও ব্যক্তিকে দেওয়া হয় তাহলে কতটা কার্যকরী বললেন চিকিৎসকরা

তবে ভ্যাকসিন ট্রায়াল ফেসিলেটর স্নেহেন্দু কোনার জানিয়েছেন, 'জিনিয়াস' নামে একটি ভ্যাকসিন রয়েছে যা ‌ইউএসএফডিএ অনুমোদিত। এই ভ্যাকসিনটি দু'বার নিতে হয় চার সপ্তাহ অন্তর। তবে এই ভ্যাকসিনের চাহিদা এতটাই যা রীতিমতো ঘাটতি তৈরি করেছে। অন্যদিকে, ইউরোপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 'IMVANEX' বলে একটি ভ্যাকসিনের কথা বলা হয়েছে যেটা স্মলপক্সের ভ্যাকসিন । তবে কাজ করবে মাঙ্কিপক্সের ক্ষেত্রে। এমনকী আমরা পরীক্ষা করেও দেখেছি স্মলপক্সের ভ্যাকসিন যদি মাঙ্কিপক্সের ক্ষেত্রে দেওয়া হয় সেখানে কোনও সমস্যা সৃষ্টি হচ্ছে না। আমাদের দেশেও এখন এই বিষয় ট্রায়ালের প্রয়োজন। যা দ্রুত শুরু করা উচিত।"

আরও পড়ুন: মাঙ্কিপক্স থেকে কীভাবে সুস্থ থাকবেন, পরামর্শ চিকিৎসকের

Last Updated :Jul 29, 2022, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.