ETV Bharat / state

ছট পুজোয় নারকেল-কলা বিকোচ্ছে চড়া দামে, মধ্যবিত্তের নাগালে রইল সবজি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 1:56 PM IST

Chhath Puja 2023: ছট পুজোয় অন্যতম ফল কলা ও নারকেল ৷ ফলে বাজারে এই দুটি ফল বিকোচ্ছে চড়া দামে ৷ তবে সবজির দাম রইল মোটামুটি নাগালেই ৷ রবিবার ফল-সবজির কেমন বাজারদর রইল খবর ৷

Etv Bharat
ছট পুজো

কলকাতা, 19 নভেম্বর: 17 নভেম্বর থেকে শুরু গিয়েছে ছট পুজো ৷ ছট মহাপর্ব সূর্য পুজোর সবচেয়ে বড় উৎসব ৷ এই পুজোয় প্রথম দিন স্নান, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন ঊষা অর্ঘ্য়ের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই উৎসব ৷ এই উপবাসে একটানা 36 ঘণ্টা উপবাস থাকার নিয়ম ৷ পুজোয় অনান্য সামগ্রীর মধ্যে ফলের চাহিদা থাকে সবচেয়ে বেশি ৷ যার মধ্যে কলা অন্যতম ৷ ফলে ছট উপলক্ষে দাম চড়ল কলার কাঁদি থেকে নারকেলের। শীতের সবজি দাম খানিক বাড়লেও থাকল নাগালের মধ্যেই।

রবিবার বিকালে ও সোমবার ভোরে ছট পুজোর আচার পালন করবেন ছট ব্রতিরা। পুজোর উপকরণের অন্যতম হল কলার কাঁদি। কলার কাঁদি এখন দাম দাঁড়িয়েছে 400-500 টাকা। নারকেল দাম এখন 70-90 টাকা ৷ অনেক জায়গায় সেঞ্চুরি হাঁকাচ্ছে নারকেলের দাম। দাম বেড়েছে বাতাবি লেবুর। বড় বাতাবি এমনি সময় 25-30 টাকা দাম হলেও ছটপুজোয় তা বিকোচ্ছে 60-70 টাকায় ৷ অন্যদিকে, আখের দামেও রীতি মত হাত পুড়ছে। এক একটি আখ বিক্রি হত 30-60 টাকায়। এখন আখের দাম দাঁড়িয়েছে 100-115 তাকোজ।

chhath puja
ছট পুজোয় নারকেল-কলা বিকোচ্ছে চড়া দামে

পাশাপাশি এদিন সবজির দামে খুব বেশি হেরফের হয়নি ৷ পটল 50-60 টাকা কেজি, ঢেঁড়স 50-60 টাকা কেজি, উচ্ছে 90-100 টাকা কেজি, পেঁপে 20-30 টাকা কেজি, গাজর 60-80 টাকা কেজি ৷ বিনস 130-150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ৷ ক্যাপসিকাম 200-230 টাকা কেজি ৷ বেগুন 80-100 টাকা কেজি, বিট 60-80 টাকা কেজি, টমেটো 50-80 টাকা কেজি, লঙ্কা 150-200 টাকা কেজি, জ্যোতি আলু 20-25 টাকা কেজি, চন্দ্রমুখী আলু 30-35 টাকা কেজি ও আদা বিকোচ্ছে 280-300 টাকা কেজি দরে ৷

আরও পড়ুন:

1. আর্থিক অনটন, সংসার খরচ দেন না স্বামীও; 18 দিনের সন্তানকে বিক্রি করলেন মা!

2. বিশ্বকাপ থাক ভারতেই, প্রার্থনা দেশবাসীর; দেশজুড়ে চলছে পুজো-বিশেষ আরতি

3. ট্রফি জিতে গুরু দ্রাবিড়কে দক্ষিণা দিতে চান 'একলব্য' রোহিত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.