ETV Bharat / state

চিটফান্ড মামলা : তালুকদার কমিটির মেয়াদ আরও এক বছর বাড়ানোর নির্দেশ

author img

By

Published : Nov 28, 2019, 6:57 PM IST

kolkata High Court
কলকাতা হাইকোর্ট

বিভিন্ন সংস্থায় টাকা রেখে যাঁরা প্রতারিত হয়েছেন তাঁদের টাকা ফেরানোর জন্য প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নেতৃত্বে এই কমিটি গঠিত হয় ৷ 2015 সালের ডিসেম্বর মাসে বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ এই কমিটি গঠন করেন ৷

কলকাতা 28 নভেম্বর : তালুকদার কমিটির কাজের মেয়াদ আরও এক বছর বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও জয় সেনগুপ্তর বিশেষ বেঞ্চ এই নির্দেশ দেয় । চলতি বছরের 31 ডিসেম্বর তালুকদার কমিটির মেয়দা শেষ হয়ে যাওয়ার কথা । সেই মেয়াদ 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করল হাইকোর্ট ।

বিভিন্ন সংস্থায় টাকা রেখে যাঁরা প্রতারিত হয়েছেন তাঁদের টাকা ফেরানোর জন্য প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নেতৃত্বে এই কমিটি গঠিত হয় ৷ 2015 সালের ডিসেম্বর মাসে বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ এই কমিটি গঠন করেন ৷ চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার লক্ষ্যে 2016 সাল থেকে কাজ শুরু করে তালুকদার কমিটি ৷

এই ব্যাপারে আমানতকারীদের তরফে আইনজীবী অরিন্দম দাস বলেন, "এখনও পর্যন্ত 300-350টি চিটফান্ড কম্পানির মামলা চলছে হাইকোর্টে । তার মধ্যে মাত্র 48টি মামলা তালুকদার কমিটির কাছে পাঠানো সম্ভব হয়েছে । অকশান প্রক্রিয়া চলছে, অ্যালকেমিস্টের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে । এটাকেই বজায় রাখার জন্য কমিটির মেয়দা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল । সেই আর্জিতে সন্মতি দিয়েছে মহামান্য আদালত । এব্যাপারে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের তরফে কোনও বিরোধিতা করা হয়নি ।"

প্রসঙ্গত গত অগাস্ট মাসে এই কমিটি থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে চিঠি পাঠিয়েছিলেন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার । চিঠিতে তিনি লেখেন, কমিটি 2016 সাল থেকে কমিটি কাজ শুরু করে । কিন্ত এতদিনেও শুধুমাত্র অ্যালকেমিস্টের দ্বারা প্রতারিতদের কিছু টাকা ফেরত দিতে পেরেছেন । আরও বহু কম্পানির দ্বারা প্রতারিতদের টাকা ফেরত দিতে তাঁরা ব্যর্থ । বিচারপতি তালুকদার যে পাঁচ পাতার চিঠি লিখেছিলেন, তাতে তাঁর বক্তব্য ছিল, টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে প্রতি পদে বাধার মুখে পড়তে হচ্ছে । MPS-র টাকা ফেরত দেওয়ার মামলা প্রথম তাঁর হাতে দেওয়া হয় । MPS-র সম্পত্তি বেশিরভাগ রয়েছে ঝাড়গ্রামে । এই কমিটি পুলিশকে দায়িত্ব দেয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের । কিন্ত দেখা যাচ্ছে MPS-এর সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে । চিঠির শেষ দিকে বিচারপতি বলেছিলেন , যাঁদের (প্রতারিত) জন্য এই কমিটি গঠিত হয়েছিল তাঁদের বিশ্বাস ফেরাতে ব্যর্থ এই কমিটি । ফলে এই কমিটিতে থাকার যৌক্তিকতা নেই ৷ তাই তিনি অব্যাহতি চাইছেন।

এই বিষয়ে আইনজীবী অরিন্দম দাস বলেন, "কাজ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল । সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে রাজ্যের সহযোগিতা পাচ্ছিলেন না । সেই ব্যাপারে অগ্রগতি হয়েছে । তিনি এখন কাজ করতে পারছেন ।"

Intro:চিটফান্ডে প্রতারিত দের টাকা ফেরত দেওয়া সংক্রান্ত তালুকদার কমিটির কাজের মেয়াদ আর এক বছর বাড়ালো হাইকোর্ট Body:মানস নস্কর


চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত সংক্রান্ত তালুকদার কমিটির কাজের মেয়াদ আরো এক বছর বাড়ানোর নির্দেশ দিল হাইকোর্ট

কলকাতা ২৮ নভেম্বর ঃ
তালুকদার কমিটির কাজের মেয়াদ আরো এক বছর বাড়ানোর নির্দেশ দিল হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও জয় সেনগুপ্তর বিশেষ চিটফান্ড বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।চলতি বছরের ৩১ ডিসেম্বর তালুকদার কমিটির মেয়দা শেষ হয়ে যাওয়ার কথা। সেটাকেই ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ালো হাইকোর্ট।
২০১৫সালের ডিসেম্বর মাসে বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ বিভিন্ন সংস্থায় টাকা রেখে প্রতারিত যারা তাদের টাকা ফেরানোর জন্য প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নেতৃত্বে একজন বিশিষ্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেন। সেই কমিটি ২০১৬ সাল থেকে তাদের কাজ শুরু করে।

এই ব্যাপারে আমানতকারীদের তরফের আইনজীবী অরিন্দম দাস জানালেন,"এখনো পরজন্ত ৩০০-৩৫০টি চিটফান্ড কোম্পানির মামলা চলছে হাইকোর্টে।তার মধ্যে মাত্র ৪৮ টি কমিটির কাছে পাঠানো সম্ভব হয়েছে। অকশান প্রক্রিয়া চলছে, আলকেমিস্টর টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। এটাকেই বজায় রাখার জন্য কমিটির মেয়দা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল। সেই আর্জিতে সন্মতি দিয়েছে মহামান্য আদালত। "এ ব্যাপারে কেন্দ্র সরকার বা রাজ্যের তরফেও কোন বিরোধিতা করা হয় নি।

প্রসঙ্গত গত অগাস্ট মাসে ১ জন বিশিষ্ট এই তালুকদার কমিটি থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে চিঠি পাঠিয়েছিলেন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। চিঠিতে তিনি লেখেন,
কমিটি২০১৬ সাল থেকে তাদের কাজ শুরু করে।কিন্ত এতোদিনেও শুধুমাত্র আলকেমিস্ট এ প্রতারিতদের কিছু টাকা ফেরত দিতে পেরেছেন।এর বাইরে আরো বহু কোম্পানির টাকা প্রতারিতদের ফেরত দিতে তারা ব্যার্থ।বিচারপতি তালুকদার যে পাচ পাতার চিঠি লিখেছিলেন তাতে ওনার বক্তব্য ছিল ,টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে প্রতি পদে পদে ওনাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে।MPS র টাকা ফেরত দেওয়ার মামলা প্রথম ওনার হাতে দেওয়া হয়। এদিকে MPS র সম্পত্তি বেশিরভাগ হচ্ছে ঝাড়গ্রামে।এই কমিটি পুলিশকে দায়িত্ব দেয় সম্পত্তি রক্ষনাবেক্ষনের। কিন্ত দেখা যাচ্ছে MPS এর সম্পত্তি সব চুরি হয়ে যাচ্ছে। চিঠির শেষ দিকে বিচারপতি বলেছিলেন ,যাদের (প্রতারিত) দের জন্য এই কমিটি গঠিত হয়েছিল। কিন্ত তাদের বিশ্বাস ফেরাতে ব্যার্থ এই কমিটি। ফলে এই কমিটিতে থাকার যৌক্তিকতা খুজে পাচ্ছেন না তিনি।তাই অব্যাহতি চাইছেন।এই ব্যাপারে আইনজীবী অরিন্দম দাস জানালেন, " কাজ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল।সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে রাজ্যের সহযোগীতা পাচ্ছিলেন না।সেই ব্যাপারে কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি এখন কাজ করতে পারছেন।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.