ETV Bharat / state

চলছে টালা ব্রিজ ভাঙা, যানজটে বিপর্যস্ত উত্তর কলকাতা

author img

By

Published : Feb 3, 2020, 11:34 PM IST

Heavy traffic at North Kolkata
যানজটে বিপর্যস্ত উত্তর কলকাতা

যানজট আটকানোর জন্য পুলিশ যেভাবে পরিকল্পনা করেছিল তা অনেকটাই অসফল বলে মনে করা হচ্ছে । কারণ, সপ্তাহের প্রথম দিনেই যানজটের শিকার হতে হয়েছে শহরবাসীর ।

কলকাতা , 3 ফেব্রুয়ারি : আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি হল । কিন্তু কাজ করল না উত্তর কলকাতাকে গতিশীল রাখার পুলিশের পরিকল্পনা । টালা ব্রিজ সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে রীতিমতো বিপর্যস্ত অবস্থা উত্তর কলকাতায় । শ্যামবাজারকে কেন্দ্র করে যানজট ছড়িয়ে পড়ল লেকটাউন থেকে মানিকতলা, কাশীপুর থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত ।

টালা ব্রিজ সম্পূর্ণ বন্ধ হওয়ার ফলে যানজট নিয়ন্ত্রণে পুলিশকে অনেকটাই বেগ পেতে হবে বলে মনে করা হয়েছিল । এক্ষেত্রে পুলিশের মূল ভরসা লকগেট ব্রিজ, চিৎপুর ব্রিজ এবং বেলগাছিয়া ব্রিজ । চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে আসা উত্তরমুখী বাস এবং মিনিবাস J M অ্যাভিনিউ, গিরিশ পার্ক অ্যাভিনিউ, KVV অ্যাভিনিউ দিয়ে লক গেট ফ্লাইওভার ধরে BT রোড যাচ্ছে । বিধান সরণি APC রোড দিয়ে আসা কিছু বাস-মিনিবাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বোস অ্যাভিনিউ, গিরিশ পার্ক অ্যাভিনিউ, KVV অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরছে BT রোডের জন্য । কিছু বাস-মিনিবাস গালিব স্ট্রিট দিয়ে লকগেট ফ্লাইওভার ধরছে । লকগেট ফ্লাইওভার দিয়ে উত্তরমুখী যান চলাচল করছে । আর সল্টলেক VIP রোড থেকে রাজারহাটগামী বাস, মিনিবাস যথারীতি বেলগাছিয়া রোড, বেলগাছিয়া ব্রিজ হয়ে চলছে । দক্ষিণমুখী বাস-মিনিবাসের জন্য চিড়িয়া মোড় থেকে দমদম রোড, নর্দান অ্যাভিনিউ, রাজা মণীন্দ্র অ্যাভিনিউ, মিল্ক কলোনি বেলগাছিয়া ব্রিজ শ্যামবাজারে আসছে । কিছু বাস BT রোড থেকে পাইকপাড়া মোড় হয়ে রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি হয়ে শ্যামবাজার আসছে ।

দেখে নিন উত্তর কলকাতার যানজটের চিত্র

চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আসা উত্তরমুখী ছোটো গাড়ি গিরিশ অ্যাভিনিউ , KVV অ্যাভিনিউ হয়ে লকগেট ফ্লাইওভার অথবা কাশীপুর রোড হয়ে BT রোড যাচ্ছে । শ্যামবাজার থেকে আসা ছোটো গাড়ি ভূপেন বোস অ্যাভিনিউ হয়ে গিরিশ অ্যাভিনিউ ধরছে । কিছু গাড়ি গালিব স্ট্রিট দিয়ে সোজা লকগেট ফ্লাইওভারের দিকে যাচ্ছে । দক্ষিণমুখী ছোটো গাড়ির ক্ষেত্রে চিড়িয়া মোড় থেকে খগেন চ্যাটার্জি রোড কাশীপুর রোড হয়ে গিরিশ অ্যাভিনিউতে যাচ্ছে । কিছু গাড়ি পাইকপাড়া থেকে রাজা মণীন্দ্র রোড ধরে বেলগাছিয়া ব্রিজে উঠছে । কিন্তু দেখা গেল, এই প্রত্যেকটি রাস্তাই বিস্তীর্ণ যানজটের শিকার হল । ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর , যার প্রভাব গিয়ে পড়ল VIP রোড বাইপাসেও । আগামী দিনে কলকাতা পুলিশ নিজেদের পরিকল্পনা কিছুটা পরিবর্তন করে কি না সেটাই এখন দেখার ।

Intro:কলকাতা, 3 জানুয়ারি: আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি হলো। কাজ করলো না উত্তর কলকাতাকে গতিশীল রাখার পুলিশের পরিকল্পনা। তালা ব্রিজ সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে রীতিমতো বিপর্যস্ত অবস্থা উত্তর কলকাতার। শ্যামবাজার কে কেন্দ্র করে যানজট ছড়িয়ে পড়ল লেকটাউন থেকে মানিকতলা, কাশিপুর থেকে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত।


Body:টালা ব্রিজ সম্পূর্ণ বন্ধ হওয়ার ফলে যানজট নিয়ন্ত্রণে পুলিশকে অনেকটাই বেগ পেতে হবে বলে মনে করা হয়েথিল। এক্ষেত্রে পুলিশের মূল ভরসা লকগেট ব্রিজ, চিতপুর ব্রিজ এবং বেলগাছিয়া ব্রিজ। চিত্তরঞ্জন এভিনিউ দিয়ে আসা উত্তরমুখী বাস এবং মিনিবাস জেএম এভিনিউ, গিরিশ এভিনিউ, কেভিভি এভিনিউ দিয়ে লক গেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাচ্ছে। বিধান সরণি এপিসি রড দিয়ে আসা কিছু বাস-মিনিবাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বোস এভিনিউ, গিরিশ এভিনিউ, কেভিভি এভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরছে বিটি রোডের জন্য। কিছু বাস-মিনিবাস গালিব স্ট্রীট দিয়ে লকগেট ফ্লাইওভার ধরছে। উত্তরমুখী যান চলাচল করছে লকগেট ফ্লাইওভার দিয়ে। আর সটলেক ভিআইপি রোড রাজারহাট গামী বাস, মিনিবাস যথারীতি বেলগাছিয়া রোড, বেলগাছিয়া ব্রিজ হয়ে চলছে। দক্ষিণমুখী বাস-মিনিবাস এর জন্য চিড়িয়া মোড় থেকে দমদম রোড, নর্দান এভিনিউ, রাজা মনীন্দ্র এভিনিউ, মিল্ক কলোনি বেলগাছিয়া ব্রিজ শ্যামবাজারে আসছে। কিছু বাস বিটি রোড থেকে পাইকপাড়া মোড় হয়ে রাজা মনীন্দ্র রোড, মিল্ক কলোনি হয়ে শ্যামবাজার আসছে।



Conclusion:
চিত্তরঞ্জন এভিনিউ ধরে আসা উত্তর মুখী ছোট গাড়ি গিরিশ এভিনিউ ,কে ভি ভি এভিনিউ হয়ে লকগেট ফ্লাইওভার অথবা কাশিপুর রোড হয়ে বিটি রোড যাচ্ছে। শ্যামবাজার থেকে আসা ছোট গাড়ি ভূপেন বোস এভিনিউ হয়ে গিরিশ এভিনিউ ধরছে। কিছু গাড়ি গালিব স্ট্রীট দিয়ে সোজা লকগেট ফ্লাইওভারের যাচ্ছে। দক্ষিণমুখী ছোট গাড়ির ক্ষেত্রে চিড়িয়া মোড় থেকে খগেন চ্যাটার্জি রোড কাশিপুর রোড হয়ে গিরিশ অ্যাভিনিয়ে যাচ্ছে। কিছু গাড়ি পাইকপাড়া থেকে রাজা মনীন্দ্র রোড ধরে বেলগাছিয়া ব্রিজে উঠছে।

কিন্তু দেখা গেল, এই প্রত্যেকটি রাস্তাই বিস্তীর্ণ যানজটের শিকার হল। ট্রাফিক পুলিশ সূত্রে খবর যার প্রভাব গিয়ে পড়ল ভিআইপি রোড বাইপাসেও। আগামী দিনে কলকাতা পুলিশ নিজেদের পরিকল্পনা কিছুটা পরিবর্তন করে কিনা সেটাই এখন দেখার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.