ETV Bharat / state

Corona in Bengal: করোনা পজিটিভ হলেই এক সপ্তাহের আইসোলেশন, নির্দেশিকা রাজ্যের

author img

By

Published : Apr 18, 2023, 8:25 PM IST

Updated : Apr 18, 2023, 8:34 PM IST

ETV Bharat
ফাইল ছবি

ফের বাড়ছে করোনা উদ্বেগ । দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গত কয়েকদিনে এরাজ্যেও বেড়েছে করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার নির্দেশিকা জারি করা হল স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ।

কলকাতা, 18 এপ্রিল: ফের বাড়ছে করোনা উদ্বেগ । দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গত কয়েকদিনে এরাজ্যেও বেড়েছে করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার নির্দেশিকা জারি করা হল স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে । এই নির্দেশিকায় পুরোনো নিয়মগুলি আবারও মেনে চলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন ৷ যদি কেউ করোনা পজিটিভ হন তবে তাঁকে এক সপ্তাহের জন্য বাড়িতে আইসোলেশন থাকার পরামর্শও দিয়েছে স্বাস্থ্য দফতর ।

এছাড়াও বলা হয়েছে, যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলার কথা ও মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের কথা ৷ এরই সঙ্গে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও । নির্দেশিকা অনুযায়ী যাদের কোমর্বিডিটি রয়েছে, কিংবা যে মহিলারা অন্তঃসত্ত্বা, শিশু ও বয়স্কদের এই সময় খুব সাবধানে থাকতে হবে । উল্লেখ্য, সোমবারই সকলকে ফের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Covid in Bengal
করোনা নিয়ে রাজ্যের নয়া নির্দেশিকা
মঙ্গলবার ফের কোভিড নিয়ে স্বাস্থ্যভবনে একটি বৈঠক হয় । ওই বৈঠকের পর স্বাস্থ্যভবনের পক্ষ থেকে একটি 13 দফার নির্দেশিকা জারি করা হয় । সেই নির্দেশিকায় বলা হয়েছে যদি কেউ জ্বর, হাঁচি, কাশি, সর্দি, ঠোঁট শুকিয়ে যাওয়ায় ভোগে তবে অবিলম্বে যেন করোনা টেস্ট করায় । রিপোর্ট পজিটিভ এলে এক সপ্তাহের জন্য বাড়িতেই আইসোলেশনে থাকতে হবে ওই ব্যক্তিকে ।

এমনকি যাদের কোমর্বিডিটি রয়েছে, যে মহিলারা অন্তঃসত্ত্বা, এছাড়াও শিশু ও বয়স্কদের যদি কারোর কোভিডের উপসর্গ থাকে তবে তাঁর থেকে যেন বাকিরা দূরত্ব বজায় রাখে । এছাড়াও যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে স্বাস্থ্যভবনের এই নির্দেশে ৷ ভিড়ের জায়গায় গেলে মাস্ক ব্যবহারের কথাও বলা হয়েছে নির্দেশিকায় । এরই সঙ্গে বারবার স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার ও হাঁচি-কাশি হলে তবে রুমাল ব্যবহার করতেও বলা হয়েছে ।

এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি কোনও রোগীর অবস্থা বাড়াবাড়ির পর্যায় চলে যায় তাহলে তিনি যেন অবিলম্বে নিকটবর্তী হাসপাতালে ভর্তি হয় । দরকারে স্বাস্থ্য দফতরের হেল্পলাইন নম্বর 14416-এ ফোনও করতে পারেন । যদি কোনও ব্যক্তি এখনও বুস্টার ডোজ না নিয়ে থাকেন অবিলম্বে সেই ডোজ নেওয়ার কথাও বলছে স্বাস্থ্যভবন । এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ও কফ সিরাপ খেতেও মানা করা হয়েছে নির্দেশিকায় ।

আরও পড়ুন : দেশে আবারও বাড়ছে করোনা, মাস্ক বিধি মেনে চলতে পরামর্শ মমতার

Last Updated :Apr 18, 2023, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.