ETV Bharat / state

Panchayat Elections 2023:পঞ্চায়েত নির্বাচনের জন্য হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ স্বাস্থ্যভবনের

author img

By

Published : Jul 7, 2023, 8:46 PM IST

health-department
উচ্চপর্যায়ের বৈঠকে

উচ্চপর্যায়ের বৈঠকে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতাল গুলিতে প্রস্তুত থাকার নির্দেশ স্বাস্থ্যভবনের, পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাড়তি সতর্ক স্বাস্থ্যভবন ।

কলকাতা, 7 জুলাই: কয়েকঘণ্টার মধ্যে রাজ্যে শুরু হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচন। অপ্রীতিকর ঘটনা রুখতে যেমন তৎপর কলকাতা পুলিশ, তেমনই প্রস্তুত স্বাস্থ্যভবন। নির্বাচন ঘিরে আগাম সতর্কতা জারি করেছে স্বাস্থ্যভবন। বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকের পর, বিভিন্ন জেলার স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালগুলিকে বিশেষ ভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে ।

স্বাস্থ্য ভবনের একটি ভার্চুয়াল বৈঠকে জেলার বিভিন্ন স্বাস্থ্য মুখ্য আধিকারিকরা যোগ দিয়েছিলেন। সেই বৈঠকেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, গ্রামীণ হাসপাতালগুলি, হাসপাতালগুলির আউটডোর, ইনডোর এবং জরুরি ভিত্তিক পরিষেবা যাতে ঠিক থাকে; সেই নির্দেশ দিয়েছেন। এমনকি দরকারে রবিবারও আউটডোর চালু রাখতে হবে বলেই ওই বৈঠকে কথা হয়। দরকারে চিকিৎসক, নার্সদের ছুটি বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই রাজ্যে ভোট ঘিরে মৃত্যুর খবর আর থামছে না। 30 দিনে রাজ্যে 18 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই সংখ্যা ক্রমেই ভয় ধরাচ্ছে। নির্বাচনের দিন পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে সংশয় থাকছে। তাইজন্যই কি অগ্রিম তৎপর স্বাস্থ্য দফতর? থেকে যাচ্ছে প্রশ্ন ৷

ইতিমধ্যেই সমস্ত ভোটকর্মীরা তাঁদের বুথে পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীও বহু ভোটগ্রহণ কেন্দ্রের নজরদারিতে। তবে এই নির্বাচনকে ঘিরে আগাম সতর্ক স্বাস্থ্যভবন। যেভাবে বাংলাজুড়ে ভোট ঘিরে হিংসার ঘটনা ঘটে চলেছে, তাতে ভোটের দিনও সেই সম্ভাবনা থেকে যাচ্ছে বলেও মনে করা হচ্ছে । সেখানে যাতে কোনওভাবে চিকিৎসা ব্যবস্থা থেমে না-থাকে সেই দিকে বিশেষ নজর দিচ্ছে স্বাস্থ্যভবন। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিশেষ করে নজর রাখতে স্বাস্থ্যভবন।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোট পরিচালনায় লেহ থেকে এয়ারলিফটে বাহিনী পৌঁছল রাজ্যে

প্রসঙ্গত, ভোটের দিন সর্বত্র ছুটি ঘোষণা করেছে নবান্ন। রাজ্যের সমস্ত স্কুল, সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলিকে ছুটি থাকবে বলে জানিয়েছে। যাতে সকলে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাই এই নির্দেশ রাজ্য সরকারের। তবে চালু থাকবে জরুরি পরিষেবা। বিশেষ সতর্ক স্বাস্থ্যভবনও।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.