ETV Bharat / state

WB Teachers Recruitment Scam: দুর্নীতি তদন্তে যুক্ত সিবিআই অফিসার সোমনাথ বিশ্বাসকে সরানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

author img

By

Published : Jan 31, 2023, 4:43 PM IST

নিয়োগ দুর্নীতি মামলায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম থেকে সিবিআই অফিসার সোমনাথ বিশ্বাসকে সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay directs to remove CBI officer Somnath Biswas) ৷

Etv Bharat
সিবিআই অফিসার সোমনাথ বিশ্বাসকে সরানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, 31 জানুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে যুক্ত সিবিআই অফিসার সোমনাথ বিশ্বাস-কে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) ৷ বিচারপতির নির্দেশ নিয়োগ দুর্নীতি তদন্তের কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না (HC directs to remove CBI officer Somnath Biswas)। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না। এ ব্যাপারে ডিআইজি-কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ বিচারপতির।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তকারী অফিসারের কাজে তীব্র অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার দুপুর দু'টোর মধ্যে সিবিআইকে নতুন তদন্তকারী অফিসারের নাম জানানোর নির্দেশ দেন। যদিও এদিন দ্বিতীয়ার্থে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তদন্তকারী অফিসারের নাম দেওয়ার জন্য সময় চাওয়া হয় সিবিআই আইনজীবীর তরফে। আবেদন মঞ্জুর করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে নয়া তদন্তকারী অফিসারের নাম আগামিকালের মধ্যে জানাতে হবে।

উল্লেখ্য প্রাথমিক, উচ্চপ্রাথমিক, উচ্চ মাধ্যমিক-সহ গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগে বিপুল দুর্নীতি সামনে আসার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো নিয়োগ প্রক্রিয়াতেই সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে সিবিআই তদন্তের কাজে গতি আনতে তিনি সিবিআই অফিসারদের ভিতর থেকেই একটি স্পেশাল টিম গঠন করে দেন, যাঁরা শুধু মাত্র নিয়োগ সংক্রান্ত মামলারই তদন্ত করবে। 6 সদস্যের সেই টিমের অন্যতম সদস্য ছিলেন সোমনাথ বিশ্বাস। তাঁর কাজে অসন্তুষ্ট হয়ে বিচারপতি শেষমেশ বিশেষ টিম থেকে তাঁকে সরানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশ পরবর্তী সময় থেকে এই অফিসার তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না।

আরও পড়ুন: সিবিআই যা করেছে সেটা অন্যায়, কেন তদন্তে দেরি ? ক্ষোভ প্রকাশ হাইকোর্টের

যদিও সিবিআই ইনসপেক্টর পদমর্যাদার এই অফিসারকে কেন সরানোর নির্দেশ দিলেন বিচারপতি, তা স্পষ্ট নয় এখনও। এদিন ওই অফিসার আদালতেও হাজির হননি। সিবিআই, ইডি-র নিরপেক্ষতা নিয়ে বিচারপতির মনে সন্দেহ না-থাকলেও হঠাতই এই অফিসারকে সরিয়ে দেওয়ার নির্দেশ কেন দিলেন বিচারপতি, তা নিয়ে জল্পনাও শুরু হয়েছে। তবে এই তদন্ত পুরোপুরি বিচারপতির তত্ত্বাবধানেই হচ্ছে ৷ তদন্ত যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ হয় সেদিকে তাকিয়েই সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেই মনে করছে আইনজীবী মহল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.