ETV Bharat / state

Hanskhali Rape Murder: বগটুইয়ের পর হাঁসখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপি

author img

By

Published : Apr 13, 2022, 1:07 PM IST

বগটুইয়ের পর হাঁসখালির ঘটনায় (Hanskhali Rape Murder) ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP fact finding committee)। সেই কমিটিতে বিজেপির 5 জন মহিলা নেত্রী থাকবেন (BJP sending fact finding committee)।

Hanskhali Rape Murder: BJP sending Five Member fact finding committee
বগটুইয়ের পর হাঁসখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপি

কলকাতা, 13 এপ্রিল : বগটুইয়ের পর এ বার হাঁসখালির (Hanskhali Rape Murder) ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP fact finding committee)। কমিটিতে বিজেপির 5 মহিলা নেত্রী থাকছেন । বিজেপির সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ 5 সদস্যের মহিলা টিম নদিয়ার হাঁসখালিতে নির্যাতিতার বাড়ি পরির্দশন করবে । এরপর দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট জমা দেবে (BJP sending fact finding committee)।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, পাঁচ সদস্যের প্রতিনিধি দলে থাকছেন উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা, যোগীরাজ্যের মন্ত্রী বেবিরানি মৌর্য, তামিলনাড়ুর বিধায়ক ভি শ্রীনিবাসন, মহারাষ্ট্রের নেত্রী খুশবু সুন্দর এবং বাংলার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী । দিল্লি সূত্রে জানা গিয়েছে, হাঁসখালিতে গিয়েই বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলবে । স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবে । তার আগে বগটুই কাণ্ডেও একই রকম কমিটি গড়েছিল বিজেপি । বগটুইয়ের ঘটনা নিয়ে বিজেপির সেই কমিটি দিল্লিতে জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দিয়েছে ।

আরও পড়ুন: Dhankhar on Hanskhali Case : হাঁসখালি গণধর্ষণের ঘটনায় মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি'কে তলব রাজ্যপালের

বাংলার প্রতিনিধি দলের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, "বাংলায় কোনও মহিলাই আর নিরাপদ নয় । তাই কেন্দ্রীয় সরকারের অবিলম্বে হস্তক্ষেপ করা দরকার । একজন মহিলা এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরও কী ভাবে বাংলায় একের পর এক মহিলা নির্যাতন হচ্ছে ? কেন্দ্রীয় সরকার দ্রুত ব্যবস্থা না নিলে বাংলার কোনও মহিলাই আর সুরক্ষিত থাকবেন না ৷"

আরও পড়ুন: HC on CM Comment over Hanskhali : হাঁসখালি ধর্ষণে মুখ্যমন্ত্রীর মন্তব্য আইন বিরোধী, মামলা কলকাতা হাইকোর্টে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.