ETV Bharat / state

Portal For Migrant Workers: পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল গড়তে উদ্যোগী রাজ্যপাল

author img

By

Published : Jun 15, 2023, 6:16 PM IST

Etv Bharat
পরিযায়ী শ্রমিকদের কর্মীদের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস

রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি হতে চলেছে পোর্টাল ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোস এই পোর্টাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ শ্রমিকদের সংখ্যা ও সুযোগ সুবিধা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে এই পোর্টালে ৷

কলকাতা, 15 জুন: রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল তৈরি করবে রাজভবন । বৃহস্পতিবার কেরলে কর্মরত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাতের পর এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেই পোর্টালে পরিযায়ী শ্রমিকরা নিজেদের সমস্যা, দাবি-দেওয়া বা ভিন রাজ্যে কোনওরকম প্রয়োজনীয়তা অনুভব করলে তা জানাতে পারবে । কেবল রাজ্যর পরিযায়ী শ্রমিকদের জন্যই পোর্টালটি তৈরি করা হবে ।

পোর্টালে জমা পড়া অনুরোধ অভিযোগ খতিয়ে দেখার পর রাজভবন তার প্রোটোকল মেনে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবে বলে জানা গিয়েছে । এই পোর্টাল তৈরী করতে রাজ্য সরকারেরও সাহায্য নেওয়া হবে ।সেখানে রাজ্য সরকার ও শ্রম দফতরের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজভবন ৷

সূত্রের দাবি, এই পোর্টালে পরিযায়ী শ্রমিকরা যেমন নিজেদের সমস্যা বাড়ির ঠিকানা বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানাবে ৷ তেমনি তাদের সংখ্যা, ঠিকানা সম্পর্কিত তথ্য রাজভবন এবং সরকারের কাছে সংরক্ষিত থাকবে । ভিন রাজ্যে কর্মরত অবস্থায় কোনও শ্রমিক বিপর্যয়ের মধ্যে পড়লে তাঁদের যেমন চিহ্নিত করতে সুবিধা হবে, তেমনি বাড়ি ফেরানো বা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যাবে ।

উল্লেখ্য, গত 12 জুন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস কেরলের তিরুঅনন্তপুরমে বেশকিছু পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করেন । সেখানে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং অসমের পরিযায়ী শ্রমিকরা উপস্থিত ছিলেন । তাঁরা রাজ্যপালকে জানান, কেরালায় তারা কাজ নিয়ে খুশি থাকলেও, তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন । কারণ, বাড়ি-পরিবার ছেড়ে দীর্ঘদিন ভিন রাজ্যে থাকা সম্ভব হচ্ছে না । তাই ভিন রাজ্যে তারা যে রকম কাজ করেন সেরকম কাজের সুযোগ নিজ নিজ রাজ্য বা বাসস্থান এলাকায় হলে খুব সুবিধা হয় ।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার জের, ভিনরাজ্যে কাজ করতে যেতে নারাজ পরিযায়ী শ্রমিকরা

সেখানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের বাসিন্দা রমেন সরকার ৷ তিনি জানান, তাঁর স্ত্রী'র শারীরিক সমস্যার বিষয়ে রাজ্যপালকে জানান ৷ এরপরই চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হল রাজ্যপাল ৷ তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীর সব ধরনের পরিষেবা দিতে নির্দেশ দেন । হাসপাতালের সুপারিনটেনডেন্ট তাৎক্ষণিকভাবে বিশেষ যত্নের ব্যবস্থা করেন । শুধু তাই নয় বাংলা থেকে 167 জন পরিযায়ী শ্রমিক তিরুঅনন্তপুরমে আছেন। তাদের সকলের মাথাপিছু এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন । শ্রমিকের জনধন অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা ৷ জানা গিয়েছে রাজভবন সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.