ETV Bharat / state

Governor CV Ananda Bose: সপ্তমীর সন্ধ্যায় ‘উপহার’, হোমের 50 জন শিশুকে কাশ্মীর ঘোরাতে চান রাজ্যপাল বোস

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 10:25 PM IST

ETV Bharat
রাজ্যপালের সঙ্গে শিশু ও বৃদ্ধারা

সপ্তমীর সন্ধ্যা অল বেঙ্গল উইমেনস ইউনিয়নের চিলড্রেনস হোম এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে কাটালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

কলকাতা, 21 অক্টোবর: আজ মহা সপ্তমী ৷ শনিবার দুর্গাপুজোর এই বিশেষ দিনটিতে কিছুটা অন্যভাবে সময় কাটালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার সন্ধ্যায় অল বেঙ্গল উইমেনস ইউনিয়নের চিলড্রেনস হোম এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেন তিনি । সপ্তমীর সন্ধ্যা এখানকারবয়স্ক ও শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ফুল, মিষ্টি ও আলাপচারিতার মধ্যে উজ্জ্বল হয়ে ওঠে এদিনের সন্ধ্যা । একই সঙ্গে রাজ্যপাল এই হোমের 50 জন শিশুকে কাশ্মীরের টিউলিপ গার্ডেনে দুর্দান্ত ছুটির ভ্রমণ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে 50 জন প্রবীণ মহিলাকেও রাজভবন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে।

রাজভবন সূত্রে খবর, এই আমন্ত্রণ করা ছাড়াও, রাজ্যপাল একটি ছাত্র-ছাত্রীদের নার্সিং শিক্ষার খরচের জন্য রাজভবনের তরফে বিশেষ স্পনসরশিপ ঘোষণা করেছেন। যার পরিমাণ প্রায় 2 লক্ষ। উপরন্তু, হোমে বসবাসকারী দুই তরুণীর বিয়ের অনুষ্ঠানের জন্য সাহায্যের আশ্বাসও দিয়েছেন রাজ্যপাল বোস ৷ এমনকি, রাজ্যপাল রাজভবনের যাওয়া বিশিষ্ট অতিথিদের বিশেষ উপহার প্রদানের জন্য এখানকার প্রতিভাবান প্রবীণ মহিলাদের দ্বারা তৈরি সূচিকর্ম সামগ্রী কেনার ইচ্ছাও প্রকাশ করেছেন।

আরও পডুন: সেরা পুজো প্যান্ডেলকে 5 লক্ষ টাকার পুরস্কার, বাঙালিয়ানা অ্যাওয়ার্ডের ঘোষণা রাজ্যপালের

তবে এই প্রথম নয় পুজো উপলক্ষে রাজ্যপাল এবছর ইতিমধ্যেই আরও পুরস্কারের কথা ঘোষণা করেছেন ৷ বৃহস্পতিবারই রাজ্যভবনের তরফে ঘোষণা করা হয়েছে, এবছর রাজ্যপালের তরফে দুর্গাপুজোর সেরা প্যান্ডেলকে 5 লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে ৷ এর জন্য সরকারের টাকা নেওয়া হবে না, সম্ভবত নিজের বেতন থেকেই ওই পুরস্কার প্রদান করবেন রাজ্যপাল ৷ দশমীর দিন এই পুরস্কার প্রদান করা হবে ৷ এরজন্য বিভিন্ন পুজো কমিটিকে আবেদন পাঠাতেও বলা হয়েছে রাজভবনের তরফ থেকে ৷ এরজন্য একটি ইমেল আইডিও দেওয়া হয়েছে রাজভবনের তরফে ৷ বিশেষ জুরি কমিটি বেছে নেবে এই পুরস্কার প্রাপক পুজোকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.