ETV Bharat / state

কুকুরের মাংস বিক্রির গুজব ছড়িয়ে গ্রেপ্তার 4

author img

By

Published : May 8, 2020, 4:21 PM IST

নেতাজি নগরের একটি খাসির দোকানে বিক্রি করা হচ্ছে কুকুরের মাংস । এই খবর ছড়ানোর পরই আতঙ্ক ছড়ায় এলাকায় । পুলিশ তদন্তে নেমে জানতে পারে, পুরো বিষয়টাই গুজব । গুজব ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

নেতাজি নগর
নেতাজি নগর

কলকাতা, 8 মে : নেতাজি নগর থানা এলাকায় খাসির দোকানে কুকুরের মাংস বিক্রি হচ্ছে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয় । সেই গুজবের জেরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা । খবর পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । গুজব ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, তদন্তে জানা গিয়েছে ব্যক্তিগত আক্রোশের জেরে ওই মাংসের দোকানের মালিককে নিয়ে এই গুজব ছড়ানো হয় ।

স্থানীয় সূত্রে খবর, শ্রী কলোনি বাজারের একটি মাংসের দোকানের সামনে কয়েকটি কুকুরকে বেঁধে রাখা হয়েছে বলে খবর ছড়ায় । সেখান থেকেই রটানো হয় যে, খাসির বদলে কুকুরের মাংস বিক্রি করছেন ওই দোকানদার । মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায় । তারপরই অনেকে ক্ষোভে ফেটে পড়েন । খবর যায় নেতাজি নগর থানায় । পুলিশ ওই খাসির দোকানে যায় । কিন্তু সেখানে কোনও কুকুর দেখা যায়নি । পুরো বিষয়টি গুজব বলে পুলিশের তদন্তে উঠে আসে ।

বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার(অপরাধ) মুরলীধর শর্মা বলেন, "এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছে । যারা গুজব ছড়িয়েছিল তারাই ওই দোকানের সামনে লকডাউন অমান্য করে ঝামেলা পাকাতে যায় । তাদের চারজনকে 188 ধারায় গ্রেপ্তার করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.