ETV Bharat / state

Bengalis on Pamir Mountains: পৃথিবীর ছাদে উড়ল ইস্টবেঙ্গলের পতাকা

author img

By

Published : Jun 29, 2023, 8:10 PM IST

Updated : Jun 29, 2023, 8:20 PM IST

পৃথিবীর ছাদ অর্থাৎ পামির মালভূমিতে উড়ল ইস্টবেঙ্গলের পতাকা ৷ বাংলার পাঁচ অভিযাত্রী সেখানে গাইলেন জাতীয় সঙ্গীত, উড়ল তেরঙা ৷

Bengalis on Pamir Mountains
Bengalis on Pamir Mountains

কলকাতা, 29 জুন: পৃথিবীর ছাদে ইস্টবেঙ্গল । 29 জুন পাঁচ বাঙালির প্রথমবার 'পৃথিবীর ছাদ'-এ পা দেওয়ার চেষ্টা সফলতার মুখ দেখল । সেই অভিযান সফল হওয়ার পরে পৃথিবীর ছাদে দাঁড়িয়ে পাঁচ বাঙালি জাতীয় সঙ্গীত গাইলেন । জাতীয় পতাকা এবং ইস্টবেঙ্গলের পতাকা ওড়ালেন ।

অভিযান শুরুর ইতিকথা: স্কুল পাঠ্যে ভূগোল বইয়ে পামির মালভূমিই পৃথিবীর ছাদ বলে বর্ণিত । পৃথিবীর ছাদ আসলে একাধিক পর্বত শৃঙ্গের জট । যেখানে পর্বত শৃঙ্গের গড় উচ্চতা ছয় থেকে সাত হাজার মিটার । কিরঘিজস্তানের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই রয়েছে এই পর্বত শৃঙ্গগুলি । চলতি মাসের 25 তারিখ শুরু হয়েছিল ভারত-বাংলাদেশের এই যৌথ অভিযান ।

ভিসা পাননি 2 বাংলাদেশি: পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সাত অভিযাত্রী এই অভিযানে শামিল ছিলেন । তাই এই অভিযানে সীমান্তের কাঁটাতার ছিঁড়ে গিয়েছিল । দুই বাংলা মিলে মিশে অপার বাংলায় পরিণত হয়েছিল । কিন্তু শেষ ধাপে কিরঘিজস্তান সরকার বাংলাদেশের দুই অভিযাত্রী ড. বাবর আলি এবং তনবীর আহমেদের ভিসা না মঞ্জুর করায় অভিযাত্রী দলের সদস্য সংখ্যা সাত থেকে কমে পাঁচে দাঁড়ায় । ভারত-বাংলাদেশ যৌথ অভিযানটি বদলে কেবলমাত্র ভারতীয় অভিযাত্রীদের অভিযান হয়ে দাঁড়ায় ।

Bengalis on Pamir Mountains
পৃথিবীর ছাদে বাঙালিরা

পৃথিবীর ছাদে বাঙালিরা: পামির মালভূমি, সহজভাবে ভাবলে এর বিশালত্ব ধরা পড়ে না । ট্রান্স জন আলাইরেঞ্জের সেন্ট্রাল এশিয়ার এই পর্বত শৃঙ্গগুলি কিরঘিজস্তানে অবস্থিত । এই ট্রান্স জন আলাইরেঞ্জের অনেকগুলি শৃঙ্গের মধ্যে চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ পিক লেনিন, যার উচ্চতা 7,134 মিটার । বাংলার পাঁচ অভিযাত্রী দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়, সৌরভ সিঞ্জন মণ্ডল, কিরণ পাত্র ও অভিজিৎ রায় অবশেষে সফল হলেন । প্রথম বাঙালি অভিযাত্রী দল হিসেবে পৃথিবীর ছাদের অন্যতম শৃঙ্গ মাউন্ট উসিটেল জয় করলেন তাঁরা, ওড়ালেন ভারতের জাতীয় পতাকা । গাইলেন জাতীয় সঙ্গীত ।

আরও পড়ুন: পৃথিবীর ছাদে পা দেওয়ার চেষ্টা, এ মাসেই অভিযানে দুই বাংলার 7 পর্বতারোহী

পামিরে প্রথম সাফল্য: 2019 সালে পামির মালভূমির চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ পিক লেনিন অভিযানের পরিকল্পনা হয়েছিল । এই অভিযানে আরও কয়েকটি শৃঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে রওনা হন পাঁচ বাঙালি অভিযাত্রী । যার বাস্তবায়নের প্রথম ধাপ সম্পন্ন হল 29 জুন বৃহস্পতিবার । মাউন্ট উসিটেল জয় এই অভিযানের প্রথম সাফল্য । পিক লেনিন উচ্চতার বিচারে চার নম্বর ।

দলনেতা দেবাশিস বিশ্বাস জানিয়েছিলেন, একটি অভিযানে রওনা হলে একাধিক শৃঙ্গ জয়ের লক্ষ্য তাঁদের মাথায় থাকে । এ বারও সেই পরিকল্পনা রয়েছে । যার প্রথম সাফল্য এল মাউন্ট উসিটেল জয়ের মধ্যে দিয়ে ।

নন্দা ঘুন্টি অভিযান দিয়ে পর্বোতারোহণে বাংলা পথ দেখিয়েছিল । এরপর এভারেস্ট অভিযান হয়েছে । 2010 সালে বাঙালির এভারেস্ট জয় তেমনই এক দিগনির্দেশ অভিযান । 2023 সালে পাঁচ বাঙালির পামির মালভূমি অভিযান এবং প্রথম সাফল্য অভিনন্দন যোগ্য ।

Last Updated :Jun 29, 2023, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.