ETV Bharat / state

Firhad Hakim: বাংলাকে দুর্বল করতেই রাজ্য ভাগের জিগির: ফিরহাদ

author img

By

Published : Feb 20, 2023, 10:46 PM IST

সোমবার রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পদ্মশিবিরকে একহাত নিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim slams BJP) ৷

Etv Bharat
ফিরহাদ হাকিম

কলকাতা, 20 ফেব্রুয়ারি: বাংলাকে সবাই ভয় পায় (Bengal separation issue)। বাংলাকে দুর্বল করতেই রাজ্য ভাগের জিগির তোলা হচ্ছে । সোমবার রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

এদিন তিনি বিধানসভায় উল্লেখ করেন, জাতীয়তাবাদী আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই বাংলা দেশের কাছে পথপ্রদর্শক । আর তাই সেই সময় থেকেই বাংলাকে দুর্বল করার প্রচেষ্টা চলেছে । বিজেপি নেতারাও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কানি দিচ্ছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজবংশী নেতাকে এনডিএ-র সঙ্গে আনার জন্য আর বাড়িতে চলে যাচ্ছে । তিনি বলেন, "10 কোটি বাংলার মানুষকে বারবার ভাগ করার যে চক্রান্ত বিজেপি করেছে তার প্রতিবাদে আমরা এই সদনে স্পষ্টভাবে বলতে চাই, আমরা বাংলা ভাগের এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই করব । আর তাতে যদি মৃত্যুবরণ করতে হয় মৃত্যুবরণ করব । কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না ।"

আরও পড়ুন: বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে উঠল গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবি

শুধু ফিরহাদ হাকিম নয়, একইভাবে এদিন বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও । এদিন তিনি বলেন, "বিজেপির হাতে তৈরি হওয়া তিনটে রাজ্যকে যদি আপনারা দেখেন, ভাগ হওয়ার আগে ছত্রিশগড়ে সাংসদ আসন ছিল 16টি, ঝাড়খন্ডে 20টি এবং তেলেঙ্গানার হাতে এমপি সংখ্যা ছিল 17 । কিন্তু এই মুহূর্তে যে উত্তরবঙ্গের কথা বলা হচ্ছে সেখানে কতজন সাংসদ আছেন ! মাত্র 7 কি 8 জন এমপির উপর দাঁড়িয়ে কোনও আলাদা রাজ্য হতে পারে ৷" একই সঙ্গে তিনি বলেন, "কিছু ক্ষেত্রে অনুন্নয়ন হয়তো আছে । কিন্তু এই অনুন্নয়ন যদি বাম আমলের সঙ্গে তুলনা করে দেখা যায়, তাহলে আমূল বদলেছে উত্তরবঙ্গ । আগামিদিনে আরও বদলাবে। সেখান থেকে দাঁড়িয়ে আলাদা রাজ্যের দাবি বোধ হয় যথার্থ নয়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.