ETV Bharat / state

Firhad Reaction over Sajal Post: 'আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে আত্মাহুতি দেব !' সজলকে জবাব ফিরহাদের

author img

By

Published : Apr 10, 2023, 3:36 PM IST

Firhad Hakim Reaction over Facebook Post of Sajal Ghosh indicating Recruitment Scam in KMC
সজলের পোস্ট নিয়ে ফিরহাদের জবাব

কলকাতা পৌরনিগমে নিয়োগ দুর্নীতির ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ ৷ তার জবাবে কী বললেন মেয়র ফিরহাদ হাকিম ?

সজলের পোস্টকে নোংরামি বললেন ফিরহাদ

কলকাতা, 10 এপ্রিল: "আমার বিরুদ্ধে যদি কোনও দিন কোনও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সিবিআই লাগবে না ৷ নিজেই আত্মাহুতি দেব !" বিজেপি নেতা সজল ঘোষের একটি ফেসবুক পোস্টের প্রেক্ষিতে একথা বললেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ সেইসঙ্গে, সজলের পোস্টকে 'নোংরামি' বলেও ক্ষোভ উগরে দিলেন তিনি ৷

সোমবার সকালে সজল যে পোস্টটি করেছেন, তার মোদ্দা কথা হল, কলকাতা পৌরনিগমের কোনও একটি বিভাগে মোট 148 জনের চাকরি হয়েছে ৷ লক্ষ্যণীয় বিষয় হল, ওই 148 জন রাজ্যের তিনটি নির্দিষ্ট এলাকার বাসিন্দা ! এই তিনটি এলাকার মধ্যে অন্যতম 'চেতলা বা ববি হাকিমের পাড়া' ! সজলের দাবি, সংশ্লিষ্ট বিভাগে ওই এলাকার 24 জনকে নিয়োগ করা হয়েছে ৷ এছাড়াও, নদিয়া ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে 118 জন এবং ভদ্রেশ্বর বা বৈদ্যবাটি স্টেশন এলাকা থেকে 6 জন সংশ্লিষ্ট পদগুলিতে চাকরি পেয়েছেন ৷ বিজেপি নেতার প্রশ্ন এমনটা কীভাবে হল ? 148টি পদে চাকরি করার জন্য শুধুমাত্র রাজ্যের তিনটি এলাকার মানুষই যোগ্য ? বাকি কোনও জায়গার মানুষের ওই পদগুলিতে চাকরি করার যোগ্যতা ছিল না ? বিষয়টি নিয়ে পৌরসচিব এবং মেয়রের কাছে জবাবদিহি দাবি করেছেন সজল ৷ সেইসঙ্গে, ওই পোস্টে সিবিআই তদন্তের পক্ষেও সওয়াল করেছেন তিনি ৷

পরবর্তীতে সজলের এই পোস্ট নিয়েই ফিরহাদকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ প্রথমে এর জবাবই দিতে চাননি মেয়র ৷ তাঁর কথায়, যা হচ্ছে, সেগুলি 'নোংরামি' ! তিনি বলেন, "আমি এসবের কোনও উত্তর দেব না ৷" পরে যদিও উত্তর দেন ফিরহাদ ৷ এবং উত্তর দেওয়ার সময় তাঁকে যথেষ্ট আবেগঘন বলে মনে হয় ৷ সজলের এই অভিযোগ যে ফিরহাদকে ব্যথিত করেছে, সেটা তাঁর কথার সুরেই স্পষ্ট !

আরও পড়ুন: মমতাকে অন্ধকারে রেখেই কলকাতায় পার্কিং ফি বৃদ্ধি ! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ

প্রসঙ্গত, শিক্ষা দুর্নীতি নিয়ে বর্তমানে জেরবার রাজ্যের সরকার ৷ সেই দুর্নীতির তদন্তের জেরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হতে হয়েছে ব্যবসায়ী অয়ন শীলকে ৷ আর তারপরই সামনে আসে পৌরসভা ও পৌরনিগমগুলিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ ৷ সজল তাঁর এদিনের ফেসবুক পোস্টে সরাসরি সেই ঘটনার সঙ্গে কলকাতা পৌরনিগমের নিয়োগ প্রক্রিয়া এবং মেয়র ফিরহাদ হাকিম ও পৌরসচিবের দিকে আঙুল তুলেছেন ৷ উল্লেখ্য, সম্প্রতি এই বিজেপি নেতা তথা কাউন্সিলর কিছু তথ্য সামনে এনেছিলেন ৷ যা নিয়ে পৌরনিগমে শোরগোল পড়ে যায় ৷ সেটি হল, পৌরনিগমের এক আধিকারিকের মাসিক চায়ের খরচের বিস্তারিত বিল ! সেই বিলের তথ্য নিয়ে বহু প্রশ্ন উঠলেও তার সদুত্তর দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ ৷ আর এবার তো স্বয়ং মেয়রকেই কাঠগড়ায় তুললেন সজল !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.